সোনালী ব্যাংক আদমদীঘি শাখার সব কর্মকর্তা বরখাস্ত
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বগুড়া আদমদীঘি সোনালী ব্যাংক শাখায় সুড়ঙ্গ কেটে চুরির ঘটনায় প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক (জিএম) হাসান ইকবাল, রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) ডিএম আফজাল হোসেন, বগুড়ার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সামাদ এবং আদমদীঘির সব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এর আগে গত রোববার ব্যাংটির আদমদীঘি শাখা ব্যবস্থাপক ও ক্যাশিয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়।
মঙ্গলবার বিকেলে সোনালী ব্যাংকের দুই শাখায় চুরির বিষয়ে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সেখানেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে বার বার এ ধরনের ঘটনা ঘটায় বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংকের এমডি প্রাদীপ কুমার দত্তকে কারণদর্শানোর নোটিশ দিয়েছেন বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে।
গত ৮ মার্চ শনিবার জেলার আদমদীঘি উপজেলায় সুড়ঙ্গ তৈরি করে সোনালী ব্যাংকের ভল্ট থেকে ৩২ লাখের বেশি টাকা লুটের ঘটনা ঘটে।
গত ২৬ জানুয়ারি কিশোরগঞ্জ শহরে সোনালী ব্যাংকের প্রধান শাখার মাটির নিচে সুড়ঙ্গ কেটে ভল্ট থেকে প্রায় ১৬ কোটি ৪০ লাখ টাকা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনার দুদিন পর সুড়ঙ্গ খুঁড়ে ভল্ট ভেঙে টাকা লুটের ঘটনার মূল হোতা সোহেল ওরফে হাবিবকে রাজধানীর শ্যামপুর থেকে আটক করে র্যাব। এ সময় ইদ্রিস মিয়া নামে আরো একজন আটক হয়। তাদের কাছ থেকে ৫ বস্তা টাকা উদ্ধার হয়।