হাতিয়ায় অস্ত্রসহ জলদস্যু আটক

Noakhali নোয়াখালীরিপোর্টার, এবিসি নিউজ বিডি, নোয়াখালীঃ নোয়াখালীর হাতিয়া উপজেলার একটি চর থেকে জলদস্যু বাহিনীর প্রধান আলাউদ্দিনকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে র‌্যাব।

কুমিল্লা র‌্যাব-১১ এর মেজর শাহেদ জানান, বুধবার সকাল ৭টার দিকে গাস্যার চরে ওই বাহিনীর আস্তানায় অভিযান চালিয়ে আলাউদ্দিনকে (৩৫) আটক করা হয়। এ সময় দস্যুদের কাছে জিম্মি থাকা জহর লাল (১৮) নামে এক যুবককেও উদ্ধার করা হয়।

মেজর শাহেদ বলেন, ‘র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দস্যু বাহিনীটির অন্য সদস্যরা পালাতে সক্ষম হলেও ধরা পড়েন আলাউদ্দিন। পরে আস্তানায় তল্লাশি চালিয়ে একটি বন্দুক, একটি শাটার গান, ১০টি গুলি ও বেশকিছু ধারালো অস্ত্র পাওয়া যায়।’

হাতিয়ার সুখচরের চর আমান উল্লা গ্রামের মহিউদ্দিনের ছেলে আলাউদ্দিনের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছেন হাতিয়া থানার ওসি সৈয়দ ফজলে রাব্বি।

তিনি জানান, উদ্ধার হওয়া জহর ওই গ্রামেরই ভবরঞ্জন দাসের ছেলে। তিন মাস আগে মাঠ থেকে তাকে তুলে নিয়ে গিয়েছিল দস্যুরা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ