৪৮ ঘণ্টার মধ্যে মওদুদকে পাসপোর্ট দেয়ার নির্দেশ
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ৪৮ ঘণ্টার মধ্যে দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
ইমিগ্রেশন এন্ড পাসপোর্ট অফিসের মহাপরিচালককে আদালতের এ নির্দেশনা পালন করতে বলা হয়েছে।
এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বুধবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে মওদুদ আহমদ নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।
পরে বিশ্বজিৎ রায় সাংবাদিকদের বলেন, ব্যারিস্টার মওদুদ আহমদ এমআরপি পাসপোর্ট করতে দিয়েছিলেন। কিন্তু যথাসময়ে পাসপোর্ট না পেয়ে তিনি আদালতে রিট মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে ৪৮ ঘণ্টার মধ্যে তার পাসপোর্ট দিতে আদেশ দিয়েছেন হাইকোর্ট ।
প্রসঙ্গত, ২৪ ফেব্রুয়ারি ৭২ ঘণ্টার মধ্যে এমআরপি পাসপোর্ট করতে আবেদন করেন। কিন্তু পাসপোর্ট অফিস তাকে ৭২ ঘণ্টার মধ্যে না দেয়ায় তিনি হাইকোর্টে রিট করেন।