৭ দিনের রিমান্ডে তিন ব্লগার
ঢাকা: মহানবী (সা.) সম্পর্কে বিভিন্ন ব্লগ ও ওয়েবসাইটে কটূক্তি করার অভিযোগে আটক তিন ব্লগারের সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া এ রিমান্ড দেন।
আটক ব্লগাররা হলেন সুব্রত শুভ, মশিউর রহমান বিপ্লব ও রাসেল পারভেজ।
গোয়েন্দা পুলিশের (ডিবি) দাবি, শুধু হজরত মুহাম্মদ (সা.) নয়, তারা হিন্দু ধর্মের সাধকপুরুষ রামকৃষ্ণকে সম্পর্কে কটূক্তি করেছে।
এদিন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশ উপ-পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম এ দাবি করেন।
সংবাদ সম্মেলনে ডিবি দাবি করে, আটক তিন ব্লগার দীর্ঘদিন থেকে সামহয়্যারইনব্লগ, আমার ব্লগের ধর্ম নিয়ে নানান কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছিলেন। গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম প্রতিরোধ দলের সহযোগিতায় গোপন খবরের ভিত্তিতে ডিবির অতিরিক্ত উপ-কমিশনার মশিউর রহমানের নেতৃত্বে একটি দল সোমবার রাত পৌনে ১০টায় ফার্মগেট মনিপুরিপাড়া এলাকা থেকে মশিউর রহমান বিপ্লব (৪২) ও রাসেল পারভেজকে (৩৬) গ্রেপ্তার করে। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে দিবাগত রাত পৌনে তিনটার দিকে পলাশী মোড় থেকে সুব্রত শুভকে (২৫) গ্রেপ্তার করা হয়।
এপ্রিল ০২, ২০১৩