১৪ মার্চ বাংলাদেশে আসছেন না আফ্রিদি

Afridi আফ্রিদিস্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ এশিয়া কাপ ফাইনালে একটা সময় অনিশ্চিত হয়ে পড়েছিলেন শহীদ আফ্রিদি। পুরো ফিট না হয়েও ফাইনাল বলে শেষ পর্যন্ত মাঠে নেমেছিলেন তিনি। আফ্রিদির সেই ইনজুরিটা রয়ে গেছে এখনও। তাই দলের সাথে ১৪ মার্চ বিশ্বকাপ অভিযানে না এসে কয়েক দিন পরে আসবেন তিনি। এজন্য মিস করছেন নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচও।

তবে ২১ মার্চ ভারতের বিপক্ষে পাকিস্তানের প্রথম ম্যাচে খেলার আশাবাদ জানালেন এই অলরাউন্ডার, ‘আশা করছি ২১ মার্চ মাঠে নামতে পারব। প্রস্তুতি ম্যাচ দুটি না খেললেও তেমন সমস্যা হবে না কেননা ক’দিন আগেই বাংলাদেশে এশিয়া কাপ খেলে এলাম।’

এশিয়া কাপে না পারলেও বিশ্বকাপের শিরোপা হারানোর জ্বালায় পুড়তে চান না আফ্রিদি, ‘এশিয়া কাপ ফাইনালে পৌঁছানোয় সবারই আত্মবিশ্বাস তুঙ্গে। শিরোপা জয়ের লক্ষ্যেই বিশ্বকাপ খেলতে আসব আমরা। ফাইনালে আমরা নিজেদের সেরাটা চেষ্টা করেছি; কিন্তু ভুলও করেছি কিছু। মাসুল দিতে হয়েছে ওই ভুলগুলোরই। আশা করছি, বিশ্বকাপে এগুলোর পুনরাবৃত্তি হবে না। বোলিং, ব্যাটিং, ফিল্ডিংয়ে আরো উন্নতির সুযোগ আছে আমাদের। আর সেটা পারলেই হাসি ফোটাতে পারব সবার মুখে।’

বাংলাদেশে উষ্ণ অভ্যর্থনাই পেয়েছেন পাকিস্তানি ক্রিকেটাররা। এ জন্য অভিভূত আফ্রিদি, ‘বাংলাদেশি সমর্থকদের ধন্যবাদ। ওদের সমর্থনে ভালো খেলার উৎসাহ আরো বেড়ে গিয়েছিল আমাদের।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ