নির্বাচন কমিশন ছিনিমিনি খেললে শান্তিতে ঘুমাতে পারবে না

rizvi rijvi রিজভি রিজভী রুহুল কবির ruhul kobirবিশেষপ্রতিনিধি , এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নির্বাচন কমিশনকে হুঁশিয়ার করে বিএনপির যুগ্ম মহাসচিব ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রিজভী আহমেদ বলেছেন, উপজেলা নির্বাচনে যথাযথ দায়িত্ব পালন না করে ছিনিমিনি খেললে তারা শান্তিতে ঘুমাতে পারবেন না। জনগণের আন্দোলনের মাধ্যমে তার জবাব দেয়া হবে।

বুধবার দুপুরে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

রিজভী বলেন, এ সরকার অবৈধ- কিন্তু নির্বাচন কমিশন তো অবৈধ না। উপজেলা নিবার্চনে পরবর্তী পর্যায়ে আর কোনো অনিয়ম করা হয়- তাহলে উদ্ভুত পরিস্থিতির সব দায় কমিশনকেই নিতে হবে।

উপজেলা নির্বাচনকালে প্রধান নির্বাচন কমিশনের বিদেশ সফরের সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, এটা থেকে প্রমাণ হয়- উপজেলা নির্বাচন নিয়ে তারা তাচ্ছিল্য করছে। এ নির্বাচন কমিশনের কাছে এদেশের জনগণ ও জনগণের মতামতের কোনো গুরুত্ব নেই।

তিনি বলেন, নির্বাচন কমিশন জেগে জেগে ঘুমাচ্ছে। কানে তুলা দিয়ে রেখেছে।তারা এ সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে। যেমন সরকার, তেমন নির্বাচন কমিশন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ