আমেরিকান সরকারের অত্যাধুনিক অস্ত্র পেলো সিএমপি
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, চট্টগ্রামঃ আমেরিকান সরকারের দেওয়া বেশকিছু অত্যাধুনিক অস্ত্র ও গুলি অনুদান হিসেবে পেয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।বুধবার ভোরে এগুলো সিএমপিতে এসে পৌঁছায়। আসন্ন টি-২০ বিশ্বকাপ ক্রিকেটে নিরাপত্তার জন্য অস্ত্রগুলো সোয়াতের সদস্যরা ব্যবহার করবে বলে জানা গেছে। অনুদান পাওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ৮টি অত্যাধুনিক এম-৪ রাইফেল, গ্লোক-১৭ পিস্তল ও ৪ হাজার রাউন্ড গুলি। এর আগে গত মাসে সিএমপির সোয়াত সদস্যদের জন্য পোষাকসহ বিভিন্ন ইক্যুইপমেন্ট পাঠিয়ে ছিল আমেরিকা।
সিএমপি সূত্রে জানা গেছে, গত বছর এন্টিটেরোরিজম এসিসটেন্স প্রশিক্ষণ কোর্সে অংশ নেয় বাংলাদেশের ২৩ জন পুলিশ সদস্য। এর মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ছিল সাত জন। ২৭ মে থেকে ৮ জুলাই পর্যন্ত আমেরিকার ভার্জেনিয়ায় ঝূকিপূর্ণ এ প্রশিক্ষণে অত্যাধুনিক অস্ত্র চালনার প্রশিক্ষণ নেয় বাংলাদেশ পুলিশ। যার মধ্যে ছিলো, গ্লোক-১৭ পিস্তল, এম-৪ রাইফেল হেন্ডেলিং, ডায়নামিক এসল্ট, ভেরিকেল এসল্ট, টেকনিক্যাল প্লানিং, ডাইভারশনালি টেকনিক ইত্যাদি। প্রশিক্ষণকালিন সময়ে ব্যবহৃত অস্ত্রগুলো বাংলাদেশ পুলিশের সোয়াত সদস্যদের অনুদান হিসেবে দেন আমেরিকান সরকার। এ বিষয়ে নগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) বাবুল আক্তার বলেন, ‘বুধবার ভোরে এসব অস্ত্রগুলি সিএমপিতে এসে পৌঁছেছে।’
এদিকে এসব অস্ত্র পরবর্তীতে নগরীর নিরাপত্তা রক্ষায় বিশেষ ভুমিকা রাখবে উল্লেখ করে নগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (সদর) ও সিএমপির সোয়াতের দলনেতা মাহমুদা বেগম বলেন, ‘আসন্ন টি-২০ বিশ্বকাপ ক্রিকেটে নিরাপত্তার জন্য অস্ত্রগুলো ব্যবহার করবে সোয়াতের সদস্যরা।’