সাজিয়ে রাখুন সিঁড়ি

stairs সিঁড়িলাইফস্টাইল ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ঘর সাজানোর বেলায় টুকটাক বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখলে অন্য রকম আবহ সৃষ্টি করা সম্ভব হবে। ঘর সাজানোর ক্ষেত্রে ভিতরের রুমগুলোর পাশাপাশি বাইরের সিঁড়িটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। সিঁড়িতে সামান্য পরিবর্তন এনে আপনার রুচিশীল মানোভাববে ফুটিয়ে তুলতে পারেন।

সিঁড়ির সাজে আলো যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেয়াল রাখুন প্রত্যেকটি জিনিসের সঙ্গে যেন আলোর সংযুক্তি থাকে। সিঁড়ির ল্যান্ডিং স্পেসে ঝুলন্ত বা বড় রঙিন ঝাড়বাতি ব্যবহার করতে পারেন। সিঁড়ির কোনায় কোনায় নানা শেডের ল্যাম্প রাখা যেতে পারে। সন্ধ্যায় সিঁড়িতে বড় আলো বন্ধ করে শুধু শেডের ল্যাম্পের আলো জ্বেলে দিতে পারেন, যা অনিন্দ্য সুন্দর পরিবেশ সৃষ্টি করবে। বাড়িতে কোনো উত্সব-অনুষ্ঠানে সিঁড়ির কোনায় মাটির পাত্রে পানি দিয়ে তাজা ফুলের পাপড়ি রেখে মাঝে দু’একটি জ্বলন্ত মোম দিয়ে দিন।

সিঁড়িতে টাইলসের ব্যবহার একদিকে যেমন সৌন্দর্য বাড়ায়, অন্যদিকে রুচির পরিচয়ও বহন করে। এ ধরনের টাইলসের সিঁড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাটাও অনেক সহজ। আভিজাত্য ও রুচির প্রকাশ ঘটাতে ভাস্কর্য বা পুতুলের কোনো বিকল্প নেই। আপনার বাড়ির সিঁড়ি সাজাতে আপনি ব্যবহার করতে পারেন বিভিন্ন ভাস্কর্য।

সিঁড়ির সৌন্দর্য বাড়াতে ইনডোর প্ল্যান্টের জুড়ি নেই।বাহারি ফুল গাছ, বনসাই লাগিয়ে সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি তাজা ফুলের সুবাসে বাড়িতে সুরভিত পরিবেশ সৃষ্টি করতে পারেন। ইনডোর প্ল্যান্টের সময় একটি বিষয় বিশেষভাবে খেয়াল রাখতে হবে, তা হলো ফুল গাছের টবগুলোর আউটলুক যেন বেশ ভালো এবং দৃষ্টিনন্দন হয়।

শুধু সিঁড়ি সুন্দরভাবে সাজালেই চলবে না। এর হাতলও হতে হবে দৃষ্টিনন্দন। সেখানেও নানা সাজের বাহারি চমক থাকতে হবে। তাই বাড়ির সিঁড়ির হাতলে টেকসই পলিশড কাঠ লাগাতে পারেন।  সিঁড়ির সৌন্দর্য বাড়াতে দেয়ালে ছোট-বড় নানা সাইজের পেইন্টিং ঝোলাতে পারেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ