দুদকের মামলায় আটক খন্দকার মোশাররফ
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে মুদ্রা পাচারের অভিযোগে দুদকের করা মামলায় আটক করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১০টার দিকে গুলশানের নিজ বাসার সামনে থেকে তাকে আটক করা হয়।
বিএনপির গুলশান কার্যালয়ের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এবিসি নিউজ বিডিকে জানান, আটকের পর তাকে গুলশান থানায় নেয়া হয়েছে।
পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার নুরুল ইসলাম এবিসি নিউজ বিডিকে জানান, দুদকের একটি মামলায় তাকে আটক করা হয়েছে।
বিএনপির নীতি-নির্ধারকদের একজন সাবেক মন্ত্রী মোশাররফের বিরুদ্ধে গত ৬ ফেব্রুয়ারি মুদ্রা পাচারের অভিযোগে একটি মামলা করে দুদক। এতে অভিযোগ করা হয়, ২০০১ থেকে ২০০৬ সালে স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে খন্দকার মোশাররফ ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার টাকা পাচার করেছেন। এই মামলায় মোশাররফ হাই কোর্ট থেকে আগাম জামিন পেলেও আপিল বিভাগ গত ২৪ ফেব্রুয়ারি তা বাতিল করে।