শাবিতে পুলিশ-শিবির সংঘর্ষে গুলিবিদ্ধ ৫

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, সিলেটঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে শিবির কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গুলিতে পাঁচ শিবির কর্মী আহত হন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রশিবিরের ১৪ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের ডাকা দ্বিতীয় দিনের ছাত্র ধর্মঘটের সমর্থনে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল বের করে। এ সময় পুলিশ মিছিলে রাবার বুলেট নিক্ষেপ করে শিবির নেতাকর্মীকে ছত্রভঙ্গ করার চেষ্টার করে। এক পর্যায়ে শিবির-পুলিশ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। শিবির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ প্রায় ৩০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করলে পাঁচ শিবিরকর্মী গুলিবিদ্ধ হন। এসময় শিবির নেতা কর্মীরা ইটপাটকেল ছুড়ে প্রতিহতের চেষ্টা করে।

এর আগে ছাত্র ধর্মঘটের সমর্থনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনে ক্লাস রুমে তালা ঝুলিয়ে দেয় দলটির নেতাকর্মীরা।

সংঘর্ষের পর শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে পুলিশের বেশ কয়েকটি ভ্যান টহল দিতে দেখা গেছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ