তাজরিনের মালিক দেলোয়ারের জামিন নামঞ্জুর

tajrin fashion তাজরিন ফ্যাশানরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ তাজরীন ফ্যাশনে অগ্নিসংযোগের মামলায় তাজরীনের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এছাড়া চেয়ারম্যান মাহমুদা আক্তারের জামিন বাতিলের শুনানি শেষ হয়েছে। আগামি ২৯ মার্চ জামিন বাতিলের বিষয়ে আদেশে দিবেন আদালত।

ঢাকার জেলা ও দায়রা জজ মো. আব্দুল মতিন বৃহস্পতিবার দুপুরে এ আদেশ দেন। জামিন আবেদনে বিরোধিতা করে আদালতে বক্তব্য রাখেন ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর খন্দকার আব্দুল মান্নান।

প্রসঙ্গত, গত ৯ ফেব্রুয়ারি দেলোয়ার হোসেন ও তার স্ত্রী মাহমুদা আক্তার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। সেদিন তাদের জামিন আবেদন নিষ্পত্তি না করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পরের দিন ঢাকার মুখ্য বিচারিক হাকিম ইসমাইল হোসেন পলাশ শুধুমাত্র স্ত্রীর জামিন দিয়ে মালিককে কারাগারে প্রেরণের আদেশ দেন।

২০১৩ সালের ২৪ নভেম্বর তাজরীন ফ্যাশনসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সরকারি হিসেবে প্রাণ হারান ১১১ জন শ্রমিক। এ ঘটনায় আহত হন ৫ শতাধিক শ্রমিক।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ