জোট সরকারের কয়েকজন মন্ত্রীর অর্থ পাচারের প্রমাণ
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সাবেক জোট সরকারের কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের তথ্য-প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ের মিডিয়া সেন্টারে কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন চুপ্পু সাংবাদিকদের এ কথা জানান।
তিনি জানান, জোট সরকারের সময়ের দুর্নীতির কারণে বাংলাদেশকে সারা বিশ্বের কাছে হেয় প্রতিপন্ন হতে হয়েছে। সে সময়ের কয়েকজন এমপি-মন্ত্রীর বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দুদকের কাছে রয়েছে। অনুসন্ধানের স্বার্থে এসব তথ্য এখন প্রকাশ করা যাচ্ছে না।
কমিশনার সাহাবুদ্দিন চুপ্পু বলেন, ‘বিদেশে অর্থ পাচার করার মাধ্যমে দেশের উন্নয়ের ধারাবাহিকতাকে রোধ করা হয়।যা দেশের উন্নয়নে বিরাট প্রতিবন্ধকতা। আর এসব দুর্নীতি রোধে দুদক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিবে।