সন্ত্রাসীদের তালিকা হাল নাগাদ হচ্ছে : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

Kamal স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কামালসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সন্ত্রাসীদের তালিকা হাল নাগাদ করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মন্ত্রনালয়ের সিনিয়র সচিব সি.কিউ কে মুস্তাক এসময় উপস্থিত ছিলেন। এর আগে সকাল সাড়ে ১০টা থেকে বেলা সোয়া ২টা পর্যযন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্র মন্ত্রণলয়ে অফিস করেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে অফিস করার সময় চাঞ্চল্যকর হত্যা মামলা দ্রুত নিষ্পত্বি করার পাশাপাশি সন্ত্রাসীদের তালিকা হাল নাগাদ করার মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে এব্যপারে উদ্যোগ নেওয়ার প্রস্ততি শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী তাঁর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস ত্যাগ করার পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের আরো জানান, দেশে অনেক চাঞ্চল্যকর হত্যা মামলা রয়েছে যা কম সময়ের মধ্যে নিষ্পত্তি করে দোষীদের আইনের আওতায় আনতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেছেন, দেশে অনেক সন্ত্রাসী রয়েছে। তাদের তালিকা সংশোধনসহ হাল নাগাদ করতে হবে। এরআগে এ তালিকায় মুক্তিযোদ্ধাদের নামও এসেছে। এ ক্ষেত্রে সতর্ক থাকার বিষয়য়েও দৃষ্টি দিতে বলেছেন প্রধানমন্ত্রী।

আসাদুজ্জামান খান কামাল জানান, প্রধানমন্ত্রী বলেছেন, মাদক ব্যবহার ও ব্যবসায়ীদের মামলা থেকে অভিযুক্তরা দ্রুত খালাস পেয়ে যায়। এর কারণ হলো সাক্ষ্মী পাওয়া যায় না। এ ক্ষেত্রে সক্ষীকে নিরাপত্তা দেওয়ারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ