গিনেস বুকে রেকর্ড গড়তে পরিবহন সংশ্লিষ্টদের সহায়তার আহবান নৌ’মন্ত্রীর

shahjahan-khan শাহজাহান খান shajahanসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিশ্বের সর্ববৃহৎ মানব পতাকার মাধ্যমে ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস’ এ জায়গা করে নেয়ার পর জাতীয় সংগীতের মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়ার উদ্যোগ নিয়েছে সরকার। আর এ উদ্যোগকে সফল করতে পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি সহায়তার আহবান জানিয়েছেন নৌ মন্ত্রী শাজাহান খান।
বৃহস্পতিবার সচিবালয়ে পরিবহন মালিক-শ্রমিকতের সঙ্গে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত বৈঠকে মন্ত্রী এ আহবান জানান।
লাখ কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড’ -এ বাংলাদেশের নাম সংযোজনের লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ এ অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নিয়েছে।
এ উপলক্ষে বিভিন্ন প্রস্তুতিমূলক বৈঠকের অংশ হিসেবে আজ নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকৈ সভাপিত্ব করেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।
এ সময় অন্যান্যদের মধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রণজিত কুমার বিশ্বাস, সশস্ত্র বাহিনী বিভাগের লেফটেনেন্ট জেনারেল আবু বেলাল মোঃ শফিহুল হক, কমডোর কাজী মোঃ এমদাদুল হক, ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী ও বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক রুস্তম আলী খান উপস্থিত ছিলেন।
বৈঠকে জানানো হয়, গিনেস বুকে বাংলাদেশের নাম সংযোজন একটি বিরল ঘটনা এবং গর্বের বিষয়। এ বিরল ঘটনায় সর্বাধিক জনগণের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মসহ সারা দেশের মানুষের প্রাণে জাতীয় সংগীতের মর্মবাণী এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করার লক্ষ্যে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন।

আগামী ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে রাজধানীর প্যারেড স্কয়ারে সকাল ১১ টায় টায় তিন লাখ জনতার সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের আয়োজন কর্মসূচি নেওয়া হয়েছে। ওইদিন সারাদেশের মানুষ বেলা ১১টায় নিজ নিজ অবস্থান থেকে জাতীয় সংগীত গাইবেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ