আজ টি-টোয়েন্টির পর্দা উঠছে

world cup T20 ওয়ার্ল্ড কাপ টি২০সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ খেলা মাঠে গড়াবে ১৬ মার্চ। তার আগে আজই পড়ছে ওয়ার্ল্ড টি-টোয়েন্টির ঢাকে কাঠি। বর্ণাঢ্য আয়োজনে বিকেল সাড়ে ৪টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের উদ্বোধন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আনুষ্ঠানিক উদ্বোধনের পরই শুরু হবে বিসিবি আয়োজিত ‘বিসিবি সেলিব্রেশন কনসার্ট’। এই কনসার্টে গান গাইবেন এ আর রহমান, অ্যকনের মত বিশ্বমাতানো গায়ক। তাদের সঙ্গে গান গাইবেন সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, কুমার বিশ্বজিত, মমতাজও।

তবে প্রধানমন্ত্রী আসবেন বলে বাড়তি নিরাপত্তায় ভোগান্তি কম হবে না দর্শকদের। বুধবার থেকেই শুরু হয়েছে নিরাপত্তার কড়াকড়ি। সে সাথে বিসিবির অসৌজন্যতায় ক্ষুব্ধ ক্রীড়াঙ্গনের অন্য খেলার শীর্ষ কর্তারাও।

কারণ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা এখন আর অন্যান্য ফেডারেশনকে গোনায় ধরেন না বলে অভিযোগ উঠেছে। জাতীয় ক্রীড়া ফেডারেশন ফোরামের সভাপতি আসাদুজ্জামান কোহিনুর ক্রীড়া-সংস্কৃতি নষ্ট করার অভিযোগ তুলেছেন, ‘আমাদের ক্রীড়াঙ্গনে ফেডারেশনগুলো নিজেদের বড় কোনো আয়োজনে অন্যদের আমন্ত্রণ জানানোর একটা সংস্কৃতি চালু আছে অনেক দিন ধরে। ক্রিকেটও এটা মানত, এখন আর মানে না। দিনে দিনে ক্রিকেটের লোকজনের মধ্যে ওই সৌজন্যটুকু হারিয়ে যাচ্ছে। এশিয়া কাপ থেকে তারা ক্রীড়া ফেডারেশনগুলোকে টিকিট দেওয়া বন্ধ করে দিয়েছে।’

রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী যোগ করেছেন, ‘মোস্তফা কামালের আমলে শেষবারের মতো ক্রিকেটের সৌজন্য টিকিট পেয়েছি। এখন যারা আছেন তারা বোধ হয় ক্রীড়াঙ্গন যে একটা পরিবার, সেটা মানেন না। সেটা না মানলে ক্রিকেটের জন্য কেন আমাদের ফেডারেশনে ঢোকা বন্ধ হয়ে যাবে, কাজকর্ম থেমে যাবে?’

এ জন্য চরম ভোগান্তির শিকার হয়েছে হকি ফেডারেশন। আগামী ১৫ মার্চ থেকে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হবে আট দলের এশিয়ান গেমস বাছাই হকি। হকির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ মহা ক্ষুব্ধ, ‘ক্রিকেটের জন্য কি আমাদের খেলাধুলা বন্ধ করে দিতে হবে? আমাদের লোকজনদের আমাদের স্টেডিয়ামে ঢুকতে দেয় না, গাড়ি ঢুকতে দেয় না। যা ইচ্ছা তা করছে তারা।’

খেলায় আমন্ত্রণ না জানালেও আজ এ আর রহমানের কনসার্টে প্রত্যেক ফেডারেশনকে দুটি করে গ্যালারির টিকিট দিয়েছে ক্রিকেট বোর্ড। মানে ফেডারেশন সভাপতি-সম্পাদক গ্যালারিতে বসে কনসার্ট উপভোগ করতে পারবেন। উপভোগের না অপমানের টিকিট, সে নিয়েও প্রশ্ন তুলেছেন এক সংগঠক, ‘৩০-৪০ বছর সংগঠক জীবন পার করে গ্যালারিতে বসার মর্যাদা হয়েছে আমার!’ ক্রিকেট এখন যাদের হাতে তারা ক্রীড়াঙ্গনের চিরায়ত সংস্কৃতির ঊর্ধ্বে উঠে গেছেন।

তাদের কনসার্ট আয়োজনকে উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে মেলাতে পারছেন না বাফুফে সহসভাপতি বাদল রায়, ‘মিথ্যাচার করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম নিয়েছে। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের নামে কনসার্ট করে বিশাল অঙ্কের অর্থ কেলেঙ্কারি করতে যাচ্ছে। কিছু লোকের ব্যক্তিস্বার্থে দেশের ফুটবল ধ্বংসের পাঁয়তারা হচ্ছে।’

বঙ্গবন্ধু স্টেডিয়াম ফুটবলের কিন্তু বড় আয়োজনে ক্রিকেট ভাগ বসায় এবং সব লণ্ডভণ্ড করে দিয়ে যায়। এবারও মঞ্চ হয়েছে টার্ফের ওপর, মাঠে চেয়ার পেতে দেওয়া হয়েছে। তাই বাদল রায়ের আশঙ্কা, ‘এই স্টেডিয়ামকে আবার ফুটবল উপযোগী করতে কয় মাস লাগবে আমরা জানি না।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ