মণিরামপুরে জামায়াতের ৪ নেতা আটক

jossor যশোররিপোর্টার, এবিসি নিউজ বিডি, যশোরঃ যশোরের মণিরামপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মিজানুর রহমানসহ চার নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মণিরামপুর বাজারের একটি চিড়ার মিলের সামনে থেকে মিজানুর রহমান এবং উপজেলার জালঝাড়া গ্রামের বাড়ি থেকে জামায়াত নেতা হাসান হাবিব লিটনকে আটক করে। এছাড়া পৃথক অভিযানে আরও দু’জামায়াত নেতাকে আটক করা হয়। আটক মিজানুর রহমান ১৫ মার্চের উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত সমর্থিত মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থি গুলবদন বেগমের প্রধান নির্বাচনী এজেন্ট।

উপজেলা জামায়াতের নায়েবে আমির মহিউল ইসলাম জানান, সাদাপোশাকের একটি টিম মিজানুর রহমান ও আহসান হাবিব লিটনসহ চারজনকে আটক করেছে। তাদের মধ্যে মিজানুর রহমানসহ তিনজনকে মণিরামপুর থানায় সোপর্দ করা করা হয়েছে। তবে আহসান হাবিব লিটনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

যোগাযোগ করা হলে মণিরামপুর থানার ওসি মিজানুর রহমান খান জানান, তিনি বিশেষ কাজে বাইরে আছেন, আটকের বিষয়টি তার জানা নেই।

যশোর ডিবি পুলিশের ওসি মনিরুজ্জামান বলেন, ‘ডিবি পুলিশের কোনো টিম কাউকে আটক করেনি।’

তিনি জানান, তবে পুলিশ সুপারের নির্দেশে একটি বিশেষ টিম গঠিত হয়েছে। তারা আটক করেছে বলে শুনেছেন।

এদিকে, বিশেষ টিমের নেতৃত্বদানকারী এসআই সাব্বির আহমেদ জানান, নাশকতা করতে পারে এ আশঙ্কায় জামায়াত নেতা মিজানুর রহমান ও আহসান হাবিব লিটনসহ কয়েকজনকে আটক করা হয়েছে। আহসান হাবিব লিটনকে নিয়ে অভিযান চলছে বিধায় তাকে থানায় সোপর্দ করা হয়নি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ