আসছে শত প্রেক্ষাগৃহে ‘দেহরক্ষী’
নববর্ষের দু’দিন আগে হবে ‘দেহরক্ষী’ ছবিটির উদ্বোধনী প্রদর্শনী। আর ১৩ এপ্রিল ঢাকাসহ সারাদেশের ১০০টিরও বেশী প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ইফতেখার চৌধুরী পরিচালিত এই ছবিটি।
এই বছরের ফেব্রুয়ারির শেষের দিকে ছবিটির দৃশ্য ধারণ ও ছবি পরবর্তী কাজ শেষ হয়। এর দৃশ্য ধারণের কাজ হয় সিলেট, রাঙামাটি, গাজীপুর ও ঢাকায়।
এই ছবিতে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেন আনিসুর রহমান মিলন, মারুফ ও ববি। ছবিটিতে আরো অভিনয় করেছেন প্রবীর মিত্র, কাজী হায়াত, শিমুল খান ও শিবা শানু।
ছবির গল্প নিয়ে পরিচালক ইফতেখার চৌধুরী বলেন, ‘গল্পে দেখা যাবে মিলন ববিকে খুব পছন্দ করে। কিন্তু ববি মিলনকে পাত্তা দেয় না। মিলন কয়েকদিনের জন্য বিদেশ গেলে তিনি মারুফকে ববির বডি গার্ড নিয়োগ করে যান। মিলন ফিরে আসলে দেখেন অন্য ঘটনা।’
ছবির কাজ নিয়ে ইফতেখার বলেন, ‘এই তিনজন অভিনেতা খুবই ভালো অভিনয় করেছেন। মিলন ভাই খুবই ভালো অভিনেতা। মারুফকে দর্শকরা যেভাবে দেখে অভ্যস্ত দর্শকরা এবার ঠান্ডারূপে মারুফকে পাবে। আর ববি খুবই ভালো করেছে।’
ছবির সঙ্গীত পরিচালনা করেছেন অদিত। আর কন্ঠ দিয়েছেন ন্যান্সি,পারভেজ, কণা, শোয়েব, দোলা।
ছবিটির প্রত্যাশা নিয়ে আনিসুর রহমান মিলন জাস্ট নিউজকে জানান, ‘আমি ছবিটি নিয়ে খুব ভালো কিছু আশা করছি। দর্শকরা একটি ভালো ছবি পাবে। একশোটিরও বেশী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। সব মিলিয়ে দেখা যাক কি হয়! বাকিটা দর্শকদের উপর।’
বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে ইফতেখার বলেন, ‘দেশীয় চলচ্চিত্রের উন্নয়নে কাজ করতে চাই। ১৯৫৭ সালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের যে দালান ছিল আজও তাই আছে। আমি গোটা ইন্ডাস্ট্রির পরিবর্তন করতে চাই।’
চলতি মাসে ইফতেখার দু’টি ছবির কাজে হাত দেবেন। একটি হলো ভৌতিক ছবি ‘পিকনিক’ ও আরেকটি হলো ‘অগ্নি’।