বাংলাদেশে আসা জনসনের অনিশ্চিত

Michel Jonchon Cricket মিচেল জনসনস্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সময়ের সবচেয়ে ভয়ংকর পেস বোলার এখন মিচেল জনসনই। লিলি,থমসনের ছায়া অনেকে দেখছেন তার মাঝে। সেই জনসনের অনিশ্চিত হয়ে পড়েছে ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশে আসাটা। অস্ট্রেলিয়ান এই পেসার ডান পায়ের বুড়ো আঙ্গুলের সংক্রমণে এখন চিকিৎসা নিচ্ছেন তার শহর পার্থে। অস্ট্রেলিয়ান দল রোববার বাংলাদেশে আসার দিনই ঠিক করা হবে তিনি টুর্নামেন্টটিতে খেলতে পারবেন কিনা। তবে দেরীতে হলেও তার বাংলাদেশে আসার সম্ভাবনার কথা  জানালেন অস্ট্রেলিয়ার চিকিৎসক দলের প্রধান জাস্টিন পাওলিনি,‘জনসনের চিকিৎসা চলছে। তবে তার বাংলাদেশে রওনা দিতে দেরি হতে পারে। কারণ, তার অবস্থা নিয়ে পুরো সন্তুষ্ট হওয়ার আগে তাকে আমরা ছাড়ব না।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্ট চলাকালে ডান পায়ের বুড়ো আঙুল কেটে গিয়েছিল জনসনের। পরে সেখানেই সংক্রমণ দেখা দেয়। টেস্ট সিরিজ শেষেই তাই অস্ট্রেলিয়া চলে যান জনসন।

জানান, টেস্ট সিরিজের পর থেকে সেরে উঠতে পার্থে নিজের বাড়িতেই আছেন জনসন। তবে ডান পায়ের কেটে যাওয়া বুড়ো আঙুলের সংক্রমণের অবস্থা ভালো।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ