রায়পুরায় নলকূপের পাইপ দিয়ে বের হচ্ছে গ্যাস
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, রায়পুরাঃ রায়পুরা উপজেলার মহেষপুর গ্রামের চাঁন মিয়ার বাড়ির নলকূপ স্থাপন করতে গিয়ে গ্যাসের সন্ধান পাওয়া গেছে।
নলকূপ স্থাপন করতে আসা কর্মীরা জানান, বুধবার চাঁন মিয়ার বাড়িতে ৬২০ ফুট গভীরে নলকূপ স্থাপন করার সময় লোহার পাইপ দিয়ে বুদবুদ করে অনবরত গ্যাস বের হতে থাকে। বৃহস্পতিবার আবারো নলকূপ স্থাপনের কাজ শুরু করা হলে গ্যাস বের হতে থাকে। এ সময় পাইপের মুখে আগুন দেওয়া হলে তা জ্বলতে থাকে। আশপাশের উৎসুক মানুষ এই গ্যাসের আগুনে রান্না-বান্নার কাজ করেন। গ্যাস বের হওয়ার খবর শুনে বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে ভিড় জমান চান মিয়ার বাড়িতে।
এ ব্যাপারে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন বলেন, ‘ঘটনাটি আমরা জেনেছি। এ ব্যাপারে সংশ্লিষ্ট দফতরে জানানো হবে।’