সুপ্রিমকোর্ট বার নির্বাচনের ভোটগ্রহণ শেষ, গণনা চলছে

supreme court bar council সুপ্রিম কোর্ট বার কাউন্সিলরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২০১৪-১৫ বর্ষের দুইদিনের নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। রাত ৮টা থেকে ভোট গণনা শুরু হয়েছে। এছাড়া গণনা শুরুর চার ঘন্টার মধ্যে ফলাফল প্রকাশ করা হবে বলে আশা প্রকাশ করেন নির্বাচন পরিচালনা সংক্রান্ত কমিটির আহ্বায়ক মো. নূর  হোসেন  চৌধুরী।

তিনি বলেন, আজ দ্বিতীয় দিনে এক হাজার ৫৫৬টি ভোট পড়েছে। আর দুইদিনে মোট তিন হাজার ১৩৭ ভোট পড়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় দ্বিতীয় ও শেষ দিনের ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৫টায় শেষ হয়।

এবারের নির্বাচনে মোট ৪ হাজার ৫৪ জন ভোটারের মধ্যে তিন হাজার ২০৫জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নূর হোসেন আরো জানান, সুপ্রিমকোর্ট বার নির্বাচনে ১৪টি পদের বিপরীতে ৩৫ জন প্রার্থী প্রতিদ্ধন্দ্বিতা করছেন। সকাল ১০টা থেকে মাঝে ১ ঘন্টা বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ১৪ টি পদের মধ্যে ৭টি সম্পাদকীয় ও ৭ টি নির্বাহী সদস্যের পদ রয়েছে। সভাপতি পদে  ৪ জন, সহ-সভাপতি পদে ৪ জন,  সম্পাদক পদে ৩ জন, কোষাধ্যক্ষ পদে ৩ জন, সহ-সম্পাদক পদে ৫ জন এবং সদস্য পদে  ১৬ জন প্রতিদ্বন্ধিতা করছেন।

১৪ টি পদের বিপরীতেই আলাদা দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি প্যানেল আওয়ামী লীগ ও সমমনা দল সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল অন্যটি বিএনপি-জামায়াত ও তাদের সমমনা সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য তথা নীল প্যানেল।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলের নেতৃত্বে রয়েছেন সভাপতি পদে সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এমপি ও সম্পাদক পদে অ্যাডভোকেট রবিউল আলম বুদু।

 

অপরদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের নেতৃত্বে রয়েছেন সুপ্রিমকোর্ট বার এর সাবেক সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের বর্তমান ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও সম্পাদক পদে সুপ্রিমকোর্ট বার এর বর্তমান সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।

এছাড়াও সভাপতি পদে অন্যান্যদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করেন অ্যাডভোকেট আব্দুল মোমেন চৌধুরী ও অ্যাডভোকেট ড. মো. ইউনুস আলী আকন্দ। সম্পাদক পদে গণতান্ত্রিক আইনজীবী সমিতির পক্ষে অ্যাডভোকেট আবু ইয়াহিয়া দুলাল প্রতিদ্বন্ধিতা করেন।

গত ১৮ ফেব্রুয়ারি সুপ্রিমকোর্ট বার নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ১৮ থেকে ২৭ ফেব্রুয়ারি বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়ন ক্রয় ও দাখিল করা হয়। ২৭ ফেব্রুয়ারি বিকাল সারে ৫টায় মনোয়ন বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ