দলীয় স্বার্থে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে: খেলাফত মজলিস
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, জনগণ ও বিভিন্ন মহলের মতামতকে অগ্রাহ্য করে সরকার ৬.৬৯ শতাংশ হারে আবারো বিদ্যুতের মূল্যবৃদ্ধির যে সিদ্ধান্ত নিয়েছে তাতে দেশের কৃষি ও শিল্পখাতসহ জনজীবণে মারাত্মক প্রভাব পড়বে। মূলত: সরকারদলীয় ও নিজস্ব বিদ্যুৎ ব্যবসায়ীদের স্বার্থে দফায় দফায় বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটছে সরকার।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।
অনতিবিলম্বে বর্ধিত বিদ্যুৎ মূল্য প্রত্যাহার ও কুইকরেন্টালের অভিশাপ থেকে জাতিকে মুক্তি দেয়ার জন্যে সরকারকে স্থায়ী বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ব্যবস্থা করার জোর দাবি জানান তারা।