বিদ্যুতের মূল্যবৃদ্ধি জনস্বার্থ বিরোধী: জামায়াত
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিদ্যুতের মূল্যবৃদ্ধি সম্পূর্ণ অন্যায় ও অযৌক্তিক দাবি করে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান বলেছেন, সরকারের এ সিদ্ধান্ত সম্পূর্ণ অন্যায়, অযৌক্তিক ও জনস্বার্থ বিরোধী।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা দেয়ার পূর্বে গণশুনানির নামে দেশের ভুক্তভোগী জনগণের সঙ্গে তামাশা করা হয়েছে। গণশুনানিতে যেসব পরামর্শ দেয়া হয়েছিল তা আমলে নেয়া হয়নি।
গত ৪ মার্চ যে গণশুনানি করা হয়েছে তাতে কেউ বিদ্যুতের মূল্য বৃদ্ধির পক্ষে মত প্রকাশ করেনি। বরং দেশের অর্থনীতিবিদ ও বুদ্ধিজীবীদের সকলেই এ মুহূর্তে বিদ্যুতের মূল্য বৃদ্ধি না করার পক্ষে অভিমত ব্যক্ত করেছেন।কিন্তু সরকার সকলের মতামত অগ্রাহ্য করে একতরফাভাবে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। এ সিদ্ধান্ত জনগণের সঙ্গে উপহাস ছাড়া আর কিছু নয়।
ডা. শফিকুর বলেন, প্রধানমন্ত্রী ওয়াদা করেছিলেন যে, ২০১৪ সালের পরে আর বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হবে না।বরং দাম আরো কমবে। কিন্তু সেই প্রতিশ্রুতি লংঘন করে বিদ্যুতের দাম ৬.৬৯ বৃদ্ধি করার ঘোষণা দেশের মধ্যবিত্ত ও দরিদ্র জনগণের উপর মরার উপর খাড়ার ঘায়েল শামিল।