ফিন পরা আঙুলের ইশারায় চলবে টিভি, গাড়ি

Finger Movementসাইফ মাহমুদ, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ এখন প্রযুক্তির যুগ। এই যুগে একদিন তো দুরের কথা এক ঘন্টাও ফোন ছাড়া আমরা থাকতে পারিনা। প্রায় প্রত্যেক দিনই কোনও না কোনও প্রযুক্তি বা নতুন নতুন গ্যাজেট বাজারে আসছে। অনেক সময়ই নতুন প্রযুক্তি বা গ্যাজেটের খবর চোখ টানে না। কিন্তু এসবের মধ্যেই কখনও কখনও এমন কোনও প্রযুক্তি বাজারে আসে যা আমাদের চমকে দেয়। ‘ফিন’ নামে এরকমই একটি গ্যাজেট বাজারে এসেছে যার বহুমুখী কর্মদক্ষতা অবাক করার মতো। একসঙ্গে অনেক কাজ করতে পারে ওই গ্যাজেট।

কম্পিউটার থেকে গাড়ি চালানো এবং মোবাইল থেকে যে কোনও মেশিন চালাতে সক্ষম এই একটিই গ্যাজেট। আংটির মতো আঙুলে পরে নেওয়া যায় ওই গ্যাজেট। তারপর টিভি চ্যানেল বদলানো বা শীতাতপ যন্ত্রের তাপমাত্রা নিয়ন্ত্রণ থেকে অনেক ধরনের কাজ হয়ে যাবে স্রেফ হাতের ইশারায়। ফিন আঙুলে পরে যেমন গেমসও খেলা যাবে তেমনি একইসঙ্গে মোবাইলেও যেকোনও কাজ করা সম্ভব।

হাতের আঙুলে দুনিয়া নাচানোর স্বপ্ন তো অনেক দিনের। কিন্তু ফিনের এই বিশেষ গ্যাজেটের দৌলতে বুড়ো আঙুল হাতের অন্য আঙুলগুলিতে ঠেকিয়ে অনেক কাজ করা সম্ভব। এই গ্যাজেট হাতের আঙুলে আংটির মতোই লেগে থাকে আর এবার অন্য আঙুলগুলিতে তা ছুঁইয়ে বিভিন্ন কাজ করা সম্ভব। আর সবচেয়ে চমক এই যে, ওই গ্যাজেট বানিয়েছে ২৩ বছরের এক ভারতীয় তিনি কেরলের রোহিলদেব এন হেলিং।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ