গাজায় যুদ্ধবিরতির পরও ইসরাইলের হামলা

Plane Attack বিমান হামলাআন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ গাজায় ইসলামিক জিহাদের যুদ্ধবিরতি ঘোষণার মধ্যেও বিমান হামলা করে যাচ্ছে দখলদার ইসরাইল। গাজার ৭টি স্থানে হামলা করেছে ইসরাইলি সামরিক বাহিনী। একটি ফিলিস্তিনি গ্রুপের রকেট হামলার জবাবে ইসরাইল হামলা শুরু করলে ইসলামিক জিহাদ যুদ্ধবিরতি ঘোষণা করে।

২০১২ সালে মিসরের মধ্যস্ততায় ঘোষণা করা যুদ্ধবিরতির সূত্র ধরে জিএমটি ১২:০০ থেকে নতুন ঘোষণা করা হয়। তবে ওই সময়ের পরেও ইসরাইলি বিমান দক্ষিণ গাজার রাফা শহরে হামলা চালিয়েছে।

এতে কমপক্ষে তিনজন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা বিপজ্জনক বলে জানিয়েছে গাজার হাসপাতাল সূত্র। ইসলামিক জিহাদের একজন নেতা বলেছেন, মিসরের পক্ষ থেকে কয়েক ঘন্টা আগে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়।

এতে করে পরিস্থিতি শান্ত করতে যুদ্ধবিরতিতে রাজি হন তারা। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত দখলদাররা যুদ্ধবিরতিকে সম্মান করবে তারাও তাই করবেন। এ বিষয়ে ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেডকে নির্দেশনা দেয়া হয়েছে।

ইসরাইলের পক্ষ থেকে যুদ্ধবিরতির বিষয়ে কোন মন্তব্য করা হয়নি। তবে ৭টি স্থানে হামলা করার বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইল।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ