সুপ্রিম কোর্ট বারে জাতীয়তাবাদী প্যানেলের জয়জয়কার

bnp suprimcourt electionসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৪-১৫ এর নির্বাচনে এবারও নিরঙ্কুশ বিজয় পেয়েছে ১৯ দল সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল। মোট ১৪ পদের একটি বাদে সভাপতি-সম্পাদকসহ সবকটি পদেই বিজয় অর্জন করেছে তারা।

একটি সদস্য পদ পেয়েছেন সরকার সমর্থিত মহাজোটের আওয়ামী লীগের সমন্বয় পরিষদ থেকে। অন্যদিকে ১৩টি পদেই বিজয় পেয়েছে ঐক্য প্যানেল।

বুধ ও বৃহস্পতিবার টানা দুই দিনব্যাপী ভোটহণ শেষে শুক্রবার ভোরে ফজরের নামাজের আগে আনুমানিক সাড়ে চারটার দিকে ফলা-ফল ঘোষণা করা হয়। এর আগে বৃহস্পতিবার রাত নয়টা থেকে ভোট গণনা শুরু হয়।

ফলাফল অনুযায়ী সর্বশেষ প্রাপ্ত তথ্যে সভাপতি পদে বিএনপি ও জামায়াত সমর্থিত এক্য প্যানেল থেকে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন এক হাজার পাচঁ শত ৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বনদ্বী সরকার সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু পেয়েছেন এক হাজার ৪৫৭ ভোট।

সম্পাদক পদে বিএনপিপন্থী ঐক্য প্যানেলের ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এক হাজর ছয় শত ২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বনদ্বী আওয়ামীপন্থী রবিউল আলম বুদু পেয়েছেন এক হাজার চারশত ২৯ ভোট।

বিজয়ী প্যানেলের সহ-সভাপতি প্রার্থী মো. খালেদ আহমদ (এম খালেদ আহমদ) ১ হাজার ৫শত ৮০ ও ড. রফিকুল ইসলাম মেহেদি ১হাজার ৫শত ৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপরদিকে আওয়ামী প্যানেলের সহ-সভাপতি প্রার্থী আবুল খায়ের ১ হাজার ৪শত ২০ ভোট ও  হোসনেআরা  বেগম ১ হাজার ২শত ৭৪  ভোট পেয়েছেন।

কোষাধ্যক্ষ পদে বিএনপি পন্থী ঐক্য প্যানেলের মাসুদ আহমেদ সাইদ ১হাজার ৬শত ৮৮ পেয়ে বিজয়ী। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী পন্থী মো. আমির হোসেন পেয়েছেন ১ হাজার ২শত ৪১ ভোট।

সহ-সম্পাদক পদে বিএনপিপন্থী প্যানেলের একেএম রেজাউল করিম খন্দকার ১ হাজার ৪শত ৫৫ ও নাসরিন আক্তার ১ হাজার ২শত ৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বীরা ছিলেন সমন্বয় পরিষদের মো. হাবিবুর রহমান দুলাল ও শেখ সিরাজুল ইসলাম সিরাজ।

এছাড়া সদস্য পদে বিএনপি ও জামায়াত সমর্থিত ঐক্য প্যানেলের প্রার্থী আফসানা রশিদ শুভ্রা ও মো. আসাদুজ্জামান আনসারী, মো. মোস্তফা কামাল, মোহাম্মদ আইয়ুব আলী (আশরাফি), সালমা বেগম ও শামীমা আক্তার বানু বিজয়ী হয়েছেন।

অন্য্যদিকে আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল থেকে সদস্য পদে আবুল কালাম আযাদ ১৪৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নির্বাচন পরিচালনা সংক্রান্ত কমিটির আহ্বায়ক মো. নূর  হোসেন  চৌধুরী ঘোষণানুযায়ী, গণনা শুরুর চার ঘন্টার মধ্যে ফলাফল প্রকাশ করা হবে বললেও তা সারা রাত গড়িয়ে ভোরে প্রকাশ করা হয়।

তিনি বলেন, নির্বাচনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার ১ হাজার ৫শত ৫৬টি ভোট পড়েছে। প্রথম দিন বুধবার ভোট পড়েছিল ১ হাজার ৫শত ৮১টি। এবারের নির্বাচনে মোট ৪ হাজার ৫৪ জন ভোটারের মধ্যে দুইদিনে মোট ৩ হাজার ১শত ৩৭জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

সুপ্রিমকোর্ট বার নির্বাচনে ১৪ টি পদের বিপরীতে ৩৫ জন প্রার্থী প্রতিদ্ধন্দ্বীতা করছেন। নির্বাচন অনুষ্ঠানের দুই দিনই সকাল ১০টা থেকে মাঝে ১ ঘন্টা বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ১৪ টি পদের মধ্যে ৭টি সম্পাদকীয় ও ৭ টি নির্বাহী সদস্যের পদ রয়েছে। সভাপতি পদে চারজন, সহ-সভাপতি পদে চারজন, সম্পাদক পদে তিনজন, কোষাধ্যক্ষ পদে তিনজন, সহ-সম্পাদক পদে পাঁচজন এবং সদস্য পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বীতা করেছেন।

১৪ টি পদের বিপরীতেই আলাদা দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বীতা করেছে। একটি প্যানেল আওয়ামী লীগ ও সমমনা দল সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল অন্যটি বিএনপি-জামায়াত ও তাদের সমমনা সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য তথা নীল প্যানেল।

গত ১৮ ফেব্রুয়ারি সুপ্রিমকোর্ট বার নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ি ১৮ থেকে ২৭ ফেব্রুয়ারি বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়ন ক্রয় ও দাখিল করা হয়। ২৭ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৫টায় মনোয়ন বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ