জঙ্গি ছিনতাইয়ে জড়িত জেএমবি’র ২ সদস্য আটক

Gazipur-JMB-Kasimpur-Jail জেএমবিসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ময়মনসিংহঃ ময়মনসিংহের ত্রিশালে দণ্ডপ্রাপ্ত তিন জঙ্গি ছিনতাই ও পুলিশ কনস্টেবল হত্যায় জড়িত জেএমবি সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ভালুকা উপজেলার মুন্সীরভিটা এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়। এ সময় ছিনতাইকালে ব্যবহৃত পালসার মোটর সাইকেলটিও উদ্ধার করা হয়।

আটকরা হলো- জিয়াউল ইসলাম জিতু (২৬) ও আলামিন (২২)।

জানা গেছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ ও ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার রাতে তাদের আটকের পরই ঢাকায় নিয়ে যাওয়া হয়। এ সময় ওই বাসা থেকে একটি ম্যাগজিন, ৪ রাউন্ড তাজা গুলি, গান পাউডার, সুইচ বোর্ড, কাটার, বৈদ্যুতিক ও বোমা তৈরির ব্যাটারি উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ত্রিশাল থেকে ৩ জঙ্গি ছিনিয়ে নেয়ার ঘটনায় ব্যবহৃত একটি পালসার মোটর সাইকেলও উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) সূত্র জানায়, গোপন সংবাদে বৃহস্পতিবার রাতে ভালুকা উপজেলার মুন্সীরভিটা এলাকার একটি বাসায় যৌথ অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জেলা ডিবির ওসি মাজেদুর রহমান জানান, ত্রিশালে এক পুলিশ কনস্টেবলকে হত্যা করে দন্ডপ্রাপ্ত ৩ জঙ্গি ছিনতাইয়ের ঘটনার সঙ্গে আটক জঙ্গিরা জড়িত বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

তিনি বলেন, আটক জিতু ও আলামিন ত্রিশালে ৩ শীর্ষ জঙ্গি ছিনতাইয়ের ঘটনার আগের দিন তারা ভালুকার এ বাসাতেই অবস্থান করে। জিজ্ঞাসাবাদে জঙ্গি ছিনতাইয়ে তাদের ৬ মাস আগে পরিকল্পনা করে বলে জানিয়েছে। জিতু এর আগে জেএমবি’র একটি মামলায় ৭ বছর জেল খেটেছে।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি জেএমবি’র দন্ডপ্রাপ্ত ৩ সদস্য সালাহউদ্দিন ওরফে সালেহীন, রাকিব হাসান ও বোমারু মিজানকে প্রিজন ভ্যানে করে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ময়মনসিংহ আদালতে আনার পথে ত্রিশালের সাইনবোর্ড এলাকায় জেএমবি সদস্যরা এক পুলিশ কনস্টেবলকে হত্যা করে তাদের ছিনিয়ে নিয়ে যায়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ