আ’লীগকে না রুখলে ভারত এ দেশের অস্তিত্ব রাখবে না
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা অভিযোগ করেছেন, বর্তমান সরকারের কারণেই ভারত আমাদের নিয়ে খেলতে পেরেছে। বর্তমান সরকারকে না রুখলে ভারত সরকার এ দেশের কোনো অস্তিত্ব রাখবে না।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বিএনপির সহযোগী সংগঠন ঐক্য পরিষদ আয়োজিত ‘বাংলাদেশের স্বাধীনতা ও শহীদ জিয়ার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেছেন।
ব্যারিস্টার রফিকুল ইসলাম বলেন, ‘দেশের গণতন্ত্রকে রক্ষা করতে হলে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা গড়ে তুলতে হবে। সরকার যদি গণতান্ত্রিক ব্যবস্থা না করে তবে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’
আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে কলঙ্কিত করেই ক্ষান্ত হয়নি বরং গণতন্ত্রকে হত্যা করেছে বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমান সরকার সম্পর্কে রফিকুল ইসলাম মিঞা বলেন, ‘পৃথিবীর কোনো দেশই বর্তমান সরকারকে সমর্থন করেনি। ব্রিটিশ পার্লামেন্ট, ইউরোপীয় ইউনিয়ন এমনকি ভারতের অনেক পত্রিকাও বর্তমান সরকারের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে। তারা বাংলাদেশের বর্তমান সরকারকে সমর্থন করে না।’
বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বলেন, ‘বর্তমান সরকারের সহযোগিতা নিয়ে দিল্লী সরকার বাংলাদেশী চেতনাকে ধ্বংস করার চেষ্টা করছে। বাংলাদেশী চেতনাকে ধ্বংস করার জন্য যা যা করা দরকার তারা তাই করে যাচ্ছে।’
শহীদ জিয়া সম্পর্কে তিনি বলেন, ‘মেজর জিয়াই ছিলেন স্বাধীনতার মূল ঘোষক। তিনি যদি স্বাধীনতার ঘোষণা না করতেন তাহলে এ দেশ আদৌ স্বাধীন হতো না।’
গুন্ডে ছবির সমালোচনা করে সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বলেন, ‘ভারতের গুন্ডে ছবি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে বিকৃতভাবে উপস্থাপন করেছে। কিন্তু স্বাধীনতার দাবিদার দলটি এই ছবির বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেনি।’
বিএনপির সহযোগী সংগঠন ঐক্য পরিষদ সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) মোহাম্মদ হানিফের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তৃতা করেন বিএনপির সহযোগী সংগঠন ঐক্য পরিষদের কার্যকরী সভাপতি আব্দুর রহমান তপন, সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ আনোয়ার, সাংগঠনিক সম্পাদক শরীফ মোস্তফা জামাল লিটু, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন চৌধুরী বেঙ্গল প্রমুখ।