কঠিন সময় অতিক্রম করছে দেশ : মাহবুব

le jenarel mahbubur rohman লে.জেনারেল মাহবুবুর রহমানসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ কঠিন সময় অতিক্রম করছে দেশ বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবর রহমান। তিনি বলেন, সেখান থেকে আমাদের উত্তরণের পথ খুঁজে বের করতে হবে।

শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত মুক্তিযুদ্ধের চেতনা ও জিয়াউর রহমান শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মাহাবুব রহমান বলেন, মুক্তিযুদ্ধের সময় যে ভাবে আমরা পাকিস্তানিদের হাত থেকে যুদ্ধের মাধ্যমে মুক্তি লাভ করেছি,  স্বৈরাচারী সরকারের হাত থেকে উত্তরণেরও একটাই উপায়। আর তা হচ্ছে, আন্দোলন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, গণতন্ত্র আর জিয়া এক সূত্রে গাথা। আমরা মুক্তিযুদ্ধের চেতনা থেকে দূরে সরে গেছি। আমাদের অর্থনৈতিক মুক্তি নেই। ৪৩ বছর আগে বাঙ্গালীদের মাঝে যে ঐক্য ছিল আজ সেটা ধ্বংস হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, টি-টোয়ান্টি বিশ্বকাপ বাংলাদেশের একটি বড় অর্জন, কিন্তু সেখানে আমরা আমাদের যে সংস্কৃতিক ঐতিহ্য তা থেকে সরে গেছি। আমরা আমাদের ইতিহাস, সভ্যতা, সংস্কৃতি সব ভুলে গেছি।

অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রম বলেছেন, এই সরকার গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে। যে গণতন্ত্রের জন্য এত ত্যাগ, রক্ত বির্সজন সেই গণতন্ত্র আজ খুন হয়ে গেছে। এ দেশে এখন পাকিস্তানি শাসন ফিরে এসেছে। বাংলাদেশের মানুষ যে লড়াই করে দেশ স্বাধীনতা অর্জন করেছে তা কি আওয়ামী লীগ ভুলে গেছে। লড়াই করেই মানুষ এ দেশের বাকশালী শাসকদের বিদায় করবে।

তিনি বলেন, সীমান্ত অতিক্রম করলেই মুক্তিযোদ্ধা হওয়া যায় না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের মহানায়ক এদেশের গ্রাম-গঞ্জের সাধারণ খেটে খাওয়া মানুষ। যারা কখনও ঢাকা শহরে আসেনি কোনো সুবিধা আদায়ের জন্য। যারা সীমান্ত পাড়ি জমিয়েছে তারা স্বাধীনতার পরে ঢাকায় এসে মিরপুর, ধানমন্ডি, মোহাম্মদপুর এলাকায় বড় বড় বাড়ির মালিক হয়ে গেছে।

তিনি অভিযোগ করে বলেন, এদেশের অনেক মন্ত্রীকে সীমান্তের ওপার থেকে মনোনয়ন দেয়া হয়। এজন্য তারা দাদাদের বিরুদ্ধে কোনো কথা বলে না।

মঞ্জুরুল হোসেন ঈসার সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি ফরিদা মনি শহীদুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, খালেদা জিয়ার উপদেষ্টা এনাম আহমেদ চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইসমাঈল হোসেন বেঙ্গল, বিএনপি নেত্রী হেলেন জেরিন খান, জাগপা সাধারণ সম্পাদক লুৎফুর রহমান প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ