এরশাদের ভানুমতির খেলার ফসল এ সরকার: কাজী জাফর

kazi jafar jafor কাজী জাফরসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ বলেছেন, এরশাদের ডিগবাজি, ভানুমতির খেলা ও বিশ্বাসঘাতকতার ফসল হচ্ছে এই অবৈধ সরকার।

শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় ছাত্র সমাজের নতুন অভিযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কাজী জাফর বলেন, একদিকে এই অবৈধ সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকার পাঁয়তারা করছে। অন্যদিকে জনগণের প্রতিরোধের শিখা প্রজ্জ্বলিত হচ্ছে। তার জবাব উপজেলা নির্বাচন ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনের মাধ্যমে দেয়া হয়েছে।
তিনি বলেন, এরশাদ নির্বাচনে অংশ না নিলে ৫ জানুয়ারির নির্বাচন করা হাসিনার পক্ষে সম্ভব ছিল না।হয়তো এই সময়ের মধ্যেই নির্দলীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে যেতো। কিন্তু এরশাদ জাতীয় বেহায়ার ভূমিকায় অবতীর্ণ হয়ে হাসিনাকে ক্ষমতায় বসিয়েছে। তার ভানুমতির খেলার কারণেই অনেক প্রাণহানি ঘটেছে।দেশে হয়েছে একটি ভোটারবিহীন নির্বাচন।
জাফর বলেন, জাতীয় অভ্যুত্থানের মধ্য দিয়েই এই সরকারের পতন হবে। এই সরকার আর বেশি দিন টিকতে পারবে না।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দলের প্রেসিডিয়াম সদস্য ড. টি আই এম ফজলে রাব্বি চৌধুরী, এস এম এম আলম, আহসান হাবীব লিংকন, রফিকুল হাফিজ প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ