এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চান ইমরান

Imran-Khan-at-Istanbul-World-Forum

সাবেক ক্রিকেটার ও তেহরিক-ই ইনসাফ দলের প্রধান ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চান বলে জানিয়েছেন। পাকিস্তানের রাজনীতিতে তিনি ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন।

বিশ্লেষকদের মতে, পাকিস্তানের টালমাটাল রাজনীতির ময়দানে এরই মধ্যে সম্ভাবনার সঞ্চার করেছেন তিনি। পিপিপি নেতৃত্বাধীন জারদারি সরকারের মেয়াদ শেষের পথে। নির্বাচন কালীন কেয়ারটেকার সরকার দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে।

এমন একটি সময়ে তালেবান অধ্যুষিত সীমান্তবর্তী সোয়াত আর মিঙ্গোরার লাখো মানুষকে শোনালেন তার সেই স্বপ্নের কথা। তিনি জানালেন, চার মাস আগে থেকেই আসন্ন নির্বাচনে বিজয়ী হবার স্বপ্ন দেখছেন তিনি। মন্ত্রমুগ্ধের মতো উপজাতি এলাকার লোকজন তার কথা শুনেছেন।

পাকিস্তানের বর্তমান সরকারের দুর্নীতি, অদক্ষতা আর মার্কিন-তালেবান আক্রমণে ক্ষতবিক্ষত দেশটির জনগণ হয়তো তাকে ঘিরে কোন নতুন চিন্তার দুয়ার খুলতে শুরু করে দিয়েছেন।

ইমরান খান বলেন, ‘নয় বছর বয়সে স্বপ্ন দেখতাম পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলব, ঠিকই ১৮ বছর বয়সে জাতীয় দলে খেললাম। আমি স্বপ্ন দেখতাম বিশ্বের সেরা অল রাউন্ডার হব, নয় বছরের মধ্যে আমি তা হলাম। স্বপ্ন দেখতাম পাকিস্তানকে সেরা ক্রিকেট দলে পরিণত করব এবং বিশ্বকাপ জিতব; এজন্য দশ বছর লাগল এবং আমরা ১৯৯২ সালে জিতলাম।’

একটি ক্যান্সার হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনায়ও সফল হবার কথা তুলে ধরেন তেহরিক প্রধান।

ইমরান তার স্বপ্নের কথাগুলোর সাথে সাথে দেশকে নিয়ে ভবিষ্যত পরিকল্পনার কথাও বলেছেন। তিনি স্বাস্থ্য, শিক্ষা ও ব্যয়সঙ্কোচন নিয়েও কথা বলেছেন।

ধনী ও দরিদ্রের জন্য একমুখী শিক্ষা ব্যবস্থা চালুর প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে কারিগরি শিক্ষা বিস্তারের চিন্তা রয়েছে তার।

ইমরান খান পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিলাসবহুল জীবনযাত্রার সমালোচনা করে দেশের সব গভর্নর হাউসকে লাইব্রেরি এবং ক্রীড়া কমপ্লেক্সে রূপান্তরের ঘোষণা দেন।

২০১৩ সালের ১১ মে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনকে সামনে রেখে স্বেচ্ছানির্বাসন থেকে দেশে ফিরেছেন সাবেক সেনাশাসক পারভেজ মেশাররফ। নিজের দল গোছাচ্ছেন তিনি। রয়েছেন পাকিস্তান মুসলিম লীগের সাবেক প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফ। আর ক্ষমতসীন পিপিপির জারদারি-বিলাওয়াল তো আছেনই।

এর মধ্যে শত সমস্যায় জর্জরিত পাকিস্তানের ভবিষ্যত আলো করতে কতটুকু সফল হবেন একজন বিশ্বনন্দিত সাবেক ক্রিকেটার? অশান্ত পাকিস্তানের নাগরিকদের তিনি ফিরিয়ে দিতে চেয়েছেন বহু কাঙ্ক্ষিত ‘শান্তি’।

তাই সকলেরই দৃষ্টি এখন তেহরিক-ই-ইনসাফ পার্টি প্রধান ইমরান খানের আরেকটি বড় স্বপ্নের সফলতা আর তার রাজনৈতিক ভবিষ্যতের দিকে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ