জালভোটের মহোৎসবে আ’লীগ সমর্থিত প্রার্থীরা: রিজভী

ruhul kabir rizvi rijvi রুহুল কবির রিজভীরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘উপজেলা নির্বাচনের ফলাফল সরকার সমর্থিত প্রার্থীরা ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে বলে আমরা বারবার গণমাধ্যমের সামনে অভিযোগ করে আসছি। কিন্তু নির্বাচন কমিশন (ইসি) আমাদের কথার কর্ণপাত করেনি বলেই র‌্যাব-পুলিশের সহায়তায় কেন্দ্র দখলের মধ্য দিয়ে সরকার সমর্থিত প্রার্থীরা অবাধে জালভোটের মহোৎসব মেতে উঠেছে।’

শনিবার বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

৮১ উপজেলায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাচন কমিশন সরকার সমর্থিত প্রার্থীদের পক্ষে কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি। তৃতীয় দফা উপজেলা নির্বাচন নিয়ে বিএনপির আশঙ্কার প্রতিফলন ঘটেছে বলেও দাবি করেন রিজভী।

তিনি বলেন, ‘উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে এই নির্বাচন কমিশনের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে না।’

এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘৮১ উপজেলায় কিছু এলাকায় জামায়াত সমর্থিত প্রার্থীরা নির্বাচন করলেও এতে বিএনপি ও জামায়াতের মধ্য কোনো টানাপোড়েনের সম্ভাবনা নেই। কারণ তাদের স্থানীয়ভাবেই মনোনয়ন দেওয়া হয়েছে।’

সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নির্বাচনে সেনা মোতায়েনকে লোক দেখানো বলে মন্তব্য করেন।

তিনি বলেন, ‘লোক দেখানোর জন্য নির্বাচন কমিশন উপজেলা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করেছে। মূলত তাদের কোনো ক্ষমতা দেয়া হয়নি। তবে আমরা মনে করি নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে সেনাবাহিনীকে ক্ষমতা দেয়া উচিত।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, যুব দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম আজাদ প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ