নবীনগরে পুলিশ-ভোটার সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১২, আটক ৩
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ব্রাহ্মণবাড়িয়াঃ জেলার নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনে পুলিশ-ভোটার সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধসহ ১২ জন আহত হয়েছেন। উপজেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ তিনজনকে আটক করেছে। তবে বিচ্ছিন্ন দু’একটি ঘটনা ছাড়া শনিবার শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে নবীনগর উপজেলা পরিষদ নির্বাচন। প্রায় প্রতিটি কেন্দ্রেই ভোটারের উপস্থিতি ছিল একেবারেই কম।
জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে নবীনগর পশ্চিম ইউনিয়নের চরলাপাং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার লোকজন নবীনগর থানার ওসির পিস্তল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
চরলাপাং এলাকার আব্দুল করিম নামের একব্যক্তি অভিযোগ করেন, কোনো কারণ ছাড়াই পুলিশ হঠাৎ ভোটারদের উপর চড়াও হয়। এক পর্যায়ে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে ভোটারদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এতে তিনজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১২ জন আহত হয়। গুলিবিদ্ধরা হলেন, নেহেরা খাতুন (৮০), রহিস মিয়া (৫৫), ইকবাল হোসেন (২২)।
চিত্রি গ্রামের লোকজন অভিযোগ করেন, কোনো কারণ ছাড়াই পুলিশ লাইনে দাঁড়ানো ভোটারদের তাড়া করে হামলা চালায়। এসময় ভোটাররাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়ে। এছাড়া ইব্রাহিমপুর কেন্দ্রে দু’জন জাল ভোটার ও শিবপুর ইউনিয়নের মিরপুর কেন্দ্রে পুলিশের ওপর হামলার ঘটনায় একজনকে আটক করে পুলিশ।
নবীনগর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো.আবু জাফর জানান, কেন্দ্র ও এর আশপাশে ১৪৪ ধারা জারি ছিল। কিন্তু তা না মেনে এলাকার লোকজন দলবেধে ঢুকে পড়ায় তাদরেকে সরিয়ে দেওয়া হয়। চরলাপাং কেন্দ্রে আমার পিস্তলও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।