বাংলাদেশকে হারিয়ে সিরিজ পাকিস্তানের
স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ২ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের কাছে হেরেছে বাংলাদেশের মেয়েরা। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের দেওয়া ১২১ রানের জবাবে বাংলাদেশ ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮৬ রান তুলেছিল। শনিবার দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৩৪ রানে হেরেছে স্বাগতিকরা।
টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন। নির্ধারিত ২০ ওভার ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে পাকিস্তান সংগ্রহ করেছিল ১২০ রান। ৫১ বলে ৫ চারে ৫৪ রানের দারুণ ইনিংস খেলেছেন পাকিস্তানের ওপেনার সৈয়দা ফাতিমা আবিদি। এ ছাড়াও সানা মির করেছেন দ্বিতীয় সেরা ২৬ রান। বাংলাদেশে পক্ষে পান্না ঘোষ সর্বোচ্চ ২টি উইকেট নিয়েছেন।
১২১ রানের জবাবে খেলতে নেমে পাকিস্তানের বোলিং তোপের মুখে পড়ে স্বাগতিকরা। শেষ চেষ্টা করেও টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে জয় তুলে নিতে পারেনি বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভাবে ৮ উইকেট হারিয়ে ৮৬ রান করতে পেরেছে তারা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেছেন লতা মন্ডল। পাকিস্তানের পক্ষে খোখার ৪টি ও কানিতা জলিল ২টি উইকেট পেয়েছেন। এর আগে ৮ মার্চ প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে পাকিস্তান হারিয়েছিল ১৩ রানে।