আনসারদের হামলায় সাংবাদিক দম্পতি আহত

reportar couple  সাংবাদিক দম্পতিরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীতে স্ত্রীকে উত্যক্ত করা এবং তার প্রতিবাদ করায় সাংবাদিক দম্পতির ওপর হামলা চালিয়েছে আনসার সদস্যরা। হামলার শিকার সাংবাদিক দম্পতি হল এশিয়ান টিভির তৌহিদ শান্ত এবং বাংলানিউজের সাজেদা সুইটি।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে মোহাম্মাদপুর থানার শ্যামলী (আশা টাওয়ারের পাশে) ২৩/৫ নম্বরের পল্লী-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) কার্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পিকেএসএফ এর প্রশিক্ষণ কার্যালয়ের সামনে স্ত্রী সুইটি ফোনে নিউজ দিচ্ছিলেন। এ সময় সেখানে কর্তব্যরত আনসার সদস্যরা তাকে উত্যক্ত করছিলো। তার প্রতিবাদ করায় শান্ত এবং সুইটিকে প্রহার এবং শারিরীকভাবে লাঞ্ছিত করে তারা। শান্ত-সুইটি নিজেদের সাংবাদিক পরিচয় দিলেও রক্ষা হয়নি তাদের। টেনে হেঁচড়ে শান্তকে ভবনের ভেতর নিয়ে আনসার সদস্যরা নির্যাতন চালায়। সুইটির চিৎকারে সাধারণ মানুষ তাদের উদ্ধার করে।

হামলার শিকার এশিয়ান টিভির সাংবাদিক তৌহিদ শান্ত এবিসি নিউজ বিডিকে জানান, পিকেএসএফ কার্যালয়ে আমার একটা ট্রেনিং চলছিলো। রাতে আমার স্ত্রী সাজেদা সুইটি এখানে আসে একসঙ্গে বাসায় যাওয়ার জন্য। কার্যালয়ের নীচে দাঁড়িয়ে সে অফিসে মোবাইলে নিউজ দিচ্ছিলো। এসময় সেখানে কর্মরত ৭-৮ জন আনসার সদস্য তাকে বাজে ও অশালীন কথা বললে আমি তাদেরকে সাংবাদিক পরিচয় দিয়ে এর প্রতিবাদ করি। তখন তারা আমাকে ভুয়া সাংবাদিকসহ আরো বেশী বাজে গালাগালি করতে থাকে। দুজন মিলে প্রতিবাদ করলে তারা আমি ‘অস্ত্র’ ছিনতাই করতে এসেছি বলে আটকিয়ে রেখে অস্ত্র (রাইফেল) ও বুট দিয়ে বেদম মারধর করে। পরে খবর পেয়ে অন্য সহকর্মী সাংবাদিকরা আমাকে উদ্ধার করে

তিনি জানান, হামলায় আমরা দুজনে শরীরের একাধিক স্থানে আঘাত প্রাপ্ত হয়েছি। সবচেয়ে বেশী আহত আমি নিজে। আমার হাতের ভেতর কাঁচ ঢুকে গেছে।

ঘটনাস্থলে থাকা বাংলানিউজের আরেক সাংবাদিক ইমরান আলী এবিসি নিউজ বিডিকে জানান, ঘটনার পরপরই এখানে অনেক সাংবাদিক চলে আসে। পুলিশ ও র‌্যাব সদস্যরা এখানে রয়েছে। হামলাকারী আনসার সদস্যরা কার্যালয়ের ভেতরে রয়েছে। থানায় মামলার পর তাদেরকে গ্রেফতারের জন্য পুলিশে বলবো।

মোহাম্মাদপুর থানার ওসি মো. আজিজুল হক এবিসি নিউজ বিডিকে জানান, ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে তদন্ত করে দেখা হয়েছে। এ বিষয়ে হামলার শিকার সাংবাদিক দম্পতি মামলা করতে থানায় এসেছেন। এখন তদন্ত করে দোষীদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সিনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট  জাহানারা পারভীন এবিসি নিউজ বিডিকে জানান, খোদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দ্বারা যদি নারী সাংবাদিকরাই ইভটিজিংয়ের শিকার হয় তবে সাধারণ মানুষের কি অবস্থা ভাবতেও শিউরে উঠি। আমরা দোষীদের বিচার চাই এবং নিন্দা জানাই।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু সালেহ আকন এবিসি নিউজ বিডিকে জানান, এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা। এর আগেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা অকারণে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ন্যাক্কারজনক হামলার সঙ্গে জড়িতদের আমরা বিচারের আওতায় এনে শাস্তি দাবির পাশাপাশি তীব্র প্রতিবাদ জানাই।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ