ফখরুলসহ বিএনপির ৩ নেতা কারাগারে

3 bnp leader বিএনপি ৩ নেতারিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ শাহবাগ ও রমনা থানার পৃথক তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার সকালে মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে আত্মসমর্পণ করলে তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

এসব মামলায় হাইকোর্টের দেওয়া আগাম জামিন আপিল বিভাগে বাতিল হওয়ায় তারা আদালতে আত্মসমর্পণ করেন বলে জানা গেছে।

মামলার অভিযোগে বলা হয়, ৩ জানুয়ারি পরিবাগে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়ে দুই যাত্রীকে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় রমনার এসআই আশরাফুল আলম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় মির্জা ফখরুল ও মির্জা আব্বাস হাইকোর্ট থেকে ২০ জানুয়ারি অন্তর্বর্তীকালীন জামিন পান।

ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ জামিন বাতিলে আবেদন করে। আপিল বিভাগ ৯ মার্চ হাইকোর্টের আদেশ স্থগিত করে জামিন বাতিল করেন।

রোববার আদালতে আসামিপক্ষে জামিন শুনানি করেন ব্যারিস্টার নিতাই রায় চৌধুরী ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নাল আবেদীন।

জয়নাল আবেদীন আদালতকে বলেন, ‘এ মামলায় মির্জা ফখরুলের নাম এজাহারে নেই। তবে মামলার বিবরণে তার নাম রয়েছে। মির্জা আব্বাসেরও একই অবস্থা।’

ব্যারিস্টার নিতাই রায় বলেন, ‘আসামিরা অসুস্থ। তাদের বয়স হয়েছে। তারা সামাজিকভাবে প্রতিষ্ঠিত ব্যাক্তি, জামিন দিলে পলাতক হবেন না।’

রাষ্ট্রপক্ষে জামিন বাতিলের আবেদন করেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের পিপি আবদুল্লাহ আবু।

এর আগে সকালে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস ও আবদুস সালাম।

উল্লেখ্য, ৩ জানুয়ারি শাহবাগ থানায় পেট্রোল বোমা হামলার অভিযোগ এনে মির্জা ফখরুলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ওবায়দুল হক নাসির আসামি ছিলেন। তারা হাইকোর্ট থেকে আগাম জামিন পান।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ