শহীদ মিনারে জবি শিক্ষার্থীদের মহাসমাবেশ
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দখলকৃত হল উদ্ধার, নতুন হল নির্মাণ ও অবকাঠামোগত উন্নয়নের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা মহাসমাবেশ করছে।
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার সকাল পৌনে ১০টার দিকে শহীধ মিনারে জড়ো হন তারা। জবির হল পুনরুউদ্ধার ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে কয়েক হাজার শিক্ষার্থী এতে উপস্থিত রয়েছে। এই আন্দোলনে শিক্ষকদের থাকার কথা থাকলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সঙ্গে ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য সচিব এবং শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম সিরাজুল ইসলামের ‘সন্ত্রাসী’ আচরণের কারণে শিক্ষক সমিতি ছাত্র মহাসমাবেশ বর্জন করেছে।
এদিকে, জবি শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সমাবেশস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সমাবেশের চারপাশে পুলিশের সতর্ক অবস্থানের পাশাপাশি দু’টি প্রিজন ভ্যান ও একটি এপিবিএন মোতায়েন থাকতে দেখা গেছে।
প্রসঙ্গত, প্রায় দুই মাস ধরে ছাত্রসংগ্রাম পরিষদের নেতৃত্বে আন্দোলন করছে জবির শিক্ষার্থীরা।