জাপান থেকে আনা হচ্ছে ৫শ ট্যাক্সিক্যাব
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামের পরিবহন সংকট উত্তরণে জাপান থেকে ৫০০ প্যাট্রোল চালিত ট্যাক্সিক্যাব আনা হচ্ছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১লা বৈশাখ ঢাকা ও চট্টগ্রামের জন্য ৬০টি ট্যাক্সিক্যাব উদ্বোধন করবেন।
রোববার দুপুরে সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের পরিবহন সংকট নিরসনের বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
যোগাযোগমন্ত্রী বলেন, ‘ঢাকা ও চট্টগ্রামের পরিবহন সংকট উত্তরণে সরকার নানা রকম উদ্যোগ নিচ্ছে। এই উদ্যোগের অংশ হিসেবে শিগগিরই ৫০০ প্যাট্রোল চালিত ট্যাক্সিক্যাব আনা হচ্ছে। জাপান থেকে এগুলো আনা হবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘এই ট্যাক্সিক্যাবের অর্ধেক অর্থাৎ ২৫০টি আনবে সেনাবাহিনী। বাকিগুলো আনবে তমা পরিবহন। ইতিমধ্যে এর এলসিও হয়ে গেছে।’