সোমবার সারাদেশে বিএনপির বিক্ষোভ

bnp logo বিএনপি প্রতীকরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ঢাকা মহানগরের সদস্য সচিব আবদুস সালামের মুক্তি দাবিতে সারাদেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

রোববার দুপুরে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব ও দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রিজভী আহমেদ এ কর্মসূচি ঘোষণা দেন।

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিন নেতার মুক্তি দাবিতে সারাদেশের সব জেলা, উপজেলা ও মহানগরে এবং ঢাকা মহানগরের থানায় থানায় বিক্ষোভ এ কর্মসূচি পালিত হবে।

‘আজব দেশের ধন্যি রাজার অধীনে আমরা বাস করছি’ উল্লেখ করে রিজভী বলেন, আমরা এমন এক দেশে বাস করছি- যেখানে কারোর সত্য কথা বলার অধিকার নেই। সরকার প্রধান যদি সোজাকে বাকা বলেন আর বাকাকে সোজা বলেন- তা হলে সবাইকে তা বিনাবাক্য ব্যয়ে মানতে হবে।

তিনি বলেন, জনরোষ থেকে রেহাই পাবার কৌশল হিসেবেই সরকার বিএনপি এ নেতাদের কারাগারে পাঠিয়েছে।দেশবাপী জাতীয়তাবাদ শক্তির  অভূতপূর্ব বিজয়ে ঈর্ষান্বিত হয়ে দমন-পীড়ন চালাচ্ছে  অবৈধ এ সরকার।

রিজভী বলেন, বর্তমান অবৈধ সরকার দেশকে এক অজানা অন্ধকারের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। বিরোধী নেতাদের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার যেন এ সরকারের কাছে খেলায় পরিণত হয়েছে।

এ সরকারকে গণধিকৃত দাবি করে তিনি বলেন, চাঁদাবাজি, জুলুম নির্যাতন ও সন্ত্রাসের নানা ডাইমেনশন নির্মান করেছে অবৈধ এ সরকার।

সংবাদ সম্মেলনে ছিলেন দলের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, ঢাকা মহানগরের যুগ্ম আহবায়ক আবু সাইদ খোকন, যুবদলের সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম, রফিক শিকদার প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ