টাইগারের আক্রমনে বিপর্যস্ত আফগানরা

200px-Bangladesh_Cricket_Cap_Insignia.svgস্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  চলার পথে গতিরোধক আসবেই, তবে বাংলাদেশ নামের গাড়িটা যেন সাফল্যের পথেই থাকে নিরন্তর। আজ থেকেই সে পথচলার শুরুটা করতে চাচ্ছেন মুশফিক। প্রস্তুতি ম্যাচে আমিরাত ও আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফিরে এসেছে সেই বিশ্বাসটা। জয় কিভাবে যে বদলে দেয় সব কিছু! এই ধারাতেই কিনা আফগানিস্তানের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে টসটাও জিতেছিন মুশফিক। আফগানরা পরে ভয়ংকর হয়ে উঠতে পারে এমন শংকায় টস জিতে বোলিংই বেছে নিয়েছেন মুশফিক।

আর প্রথম বলেই আফগান ওপেনার মোহাম্মদ শেহজাদকে ফিরিয়েছেন মাশরাফি। তুলে মারতে গিয়ে মিডঅফে মাহমুদুল্লাহর তালুবন্দী হন শেহজাদ। এরপর সাকিবের বলে ক্যাচআউট হন নাইব (২১)। এরপরের বলেই একই ভাবে আউট হন তারাকি (৭)। পরের ওভারেই রান আউট হন নওরোজ মঙ্গল (০)। দলীয় ৪৮ রানের মাথায় রাজ্জাকের বলে এলিবডিব্লউ হন মোহাম্মদ নবী (৩)। রান আউট হন করিম সাদিক (১০)।এরপর মাহমুদুল্লাহর বলে মুশফিকের হাতে ক্যাচ তুলে দেন সাফিকুল্লাহ (১৬)।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৭,১  ওভার ৯ উইকেটে ৭২ করেছে আফগানিস্তান।

এশিয়া কাপে আফগানিস্তান ম্যাচের আগে প্রচণ্ড মানসিক চাপে নুয়ে পড়েছিল বাংলাদেশ। টি-টোয়েন্টিতে আরো বড় আতঙ্ক আফগানিস্তান। তবু অধিনায়ককে সাফল্যের অন্তহীন যাত্রার স্বপ্ন দেখাচ্ছে দুটি প্রস্তুতি ম্যাচ, আলাদা করে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪৪ রানের জয়। ব্যাটিং-বোলিংয়ের এ ছন্দটা ঠিক থাকলে আফগানিস্তান কোনো আতঙ্ক নয় বাংলাদেশের জন্য।

বাংলাদেশ : মুশফিক,সাকিব, তামিম, মাশরাফি, নাসির, সাব্বির, মমিনুল, ফরহাদ রেজা, মাহমুদুল্লাহ, এনামুল, আল আমিন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ