খালেদা জোটের প্রধানদের নাম বলতে পারলে রাজনীতি ছাড়বেন মায়া

maya মায়াসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ১৯ দলের প্রেসিডেন্ট-সেক্রেটারির নাম বলতে পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ করেছেন ত্রাণ ও দুর্যোগমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

রোববার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর কর্মসূচি সফল করতে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।

মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘রাজনীতির মাঠে হেরে গেলে মাশুল দিতে হয় কর্মীদের। আন্দোলনের নামে তিনি (খালেদা জিয়া) বোমাবাজি, হানাহানি করেন। খালেদা জিয়া এখন মার্চ মাস এলেই আঁতকে ওঠেন। কারণ এই মাসে বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন, তার জন্ম হয়েছে, স্বাধীনতার ঘোষণা এসেছে।’

বিএনপির নেতারা খালেদা জিয়া প্রসঙ্গে পেছনে অনেক খারাপ কথা বলেন উল্লেখ করে মায়া বলেন, ‘আমি যখন কোনো বিএনপির নেতার সঙ্গে কথা বলি, তখন কী বিশ্রি ভাষায়ই না তাদের নেত্রীর সমালোচনা করেন। আমার মনে হয় উনি ১৮ দল নয়, কাজী জাফরের জাতীয় পার্টি নিয়ে সাড়ে ১৮ দলের প্রেসিডেন্ট-সেক্রেটারির নামও বলতে পারবেন না।’

এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘ঢাকা মহানগরের ২৭ বছরের সভাপতি খোকা পদত্যাগ করেছেন। আমরা মনে করেছিলাম, ব্যর্থতা নিয়ে খালেদা জিয়াই রাজনীতি থেকে পদত্যাগ করবেন। কিন্তু চোরে না শোনে ধর্মের কাহিনি।’

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘নির্বাচনে জিতলে বলবেন সুষ্ঠু হয়েছে আর হারলে বলবেন কারচুপি। এই ডাবল স্ট্যান্ড বাদ দিন। নির্বাচনে জিতলেও স্বাগত, হারলেও স্বাগত জানানোর মানসিকতা নিয়ে আসতে হবে।’ নানক আরও বলেনম, ‘গত দুটি ধাপে বিদ্রোহী প্রার্থী থাকার ফলে নির্বাচনে আওয়ামী লীগ ভালো ফল করতে পারেনি। কিন্তু তৃতীয় ধাপে বিদ্রোহী প্রার্থী নিয়ন্ত্রণ করতে পারায় আমাদের জয় বেশি হয়েছে। আশা করি, আগামী ধাপগুলোতে আমরা বিজয়ী হবো।’

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত মহাসচিব এম এ আজিজের সভাপতিত্বে বর্ধিত সভায় আরও বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুকুল চৌধুরী, প্রচার সম্পাদক আবদুল হক সবুজ প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ