এমপি আসলাম ও জব্বারকে দুদকের নোটিশ

mp aslam jobbar dudok এমপি আসলাম জব্বার দুদকরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পরিবারসহ ঢাকা-১৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মো. আসলামুল হক ও সাতক্ষীরা-২ আসনের সাবেক সংসদ সদস্য এমএ জব্বারকে সম্পদ বিবরণী জমা দেয়ার নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয় থেকে  এ নোটিশ পাঠানো হয়েছে। দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত ১২ ফেব্রুয়ারি এমপি আসলামুল হক ও সাবেক এমপি এমএ জব্বারসহ সাত জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। তারপর ২১ ফেব্রুয়ারি অভিযোগগুলো অনুসন্ধানের জন্য পৃথক পৃথক কর্মকর্তা নিয়োগ দেয়া হয়। দুদকের উপ-পরিচালক শেখ মেসবাহ উদ্দিন ও সহকারী পরিচালক মাসুদুর রহমানকে এসব অভিযোগ অনুসন্ধানের দায়িত্ব দেয় কমিশন।

প্রাপ্ত দায়িত্বের অংশ হিসাবে ঢাকা-১৪ আসনের আওয়ামী লীগ সমর্থিত সংসদ সদস্য আসলামুল হক ও তার স্ত্রী মাকসুদা হককে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে।

এছাড়া সাবেক এমপি এমএ জব্বার ও তার স্ত্রী ফিরোজা বেগম এবং তার তিন পুত্র ফারুক হোসেন, সাইদ হোসেন ও মাহবুব হোসেনকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেয়া হয়েছে।নোটিশ তাদের আগামী সাত কর্মদিবসের মধ্যে যাবতীয় সম্পদ ও দায়-দেনার হিসাব দাখিল করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, অভিযুক্তদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক তথ্য দুদকের হাতে থাকায় এ নোটিশ দেয়া হয়েছে। সম্পদ বিবরণী দাখিল করলে তাদের প্রকৃত সম্পদের হিসাব জানা যাবে বলে জানিয়েছে দুদক।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ