হবিগঞ্জে অবহেলায় শিশুর মৃত্যু, নার্সকে সাময়িক বরখাস্ত

Hobiganj হবিগঞ্জরিপোর্টার, এবিসি নিউজ বিডি, সিলেটঃ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে রোববার নার্সের অবহেলায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নার্স জ্যোৎস্না বেগমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এসময় বিক্ষুব্ধ জনতা নার্সকে হাসপাতালে অবরুদ্ধ করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, হবিগঞ্জ সদর উপজেলার দুর্লভপুর গ্রামের খোকন মিয়ার নবজাতক শিশু শ্বাসকষ্টে আক্রান্ত হলে শনিবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়। রোববার দুপুরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসক। এ সময় শিশুর অভিভাবকরা অ্যাম্বুলেন্স আনার আগেই নার্স জ্যোৎস্না খরচ বাঁচাতে ইনকিউবিটরে থাকা শিশুর অক্সিজেন সরবরাহ বন্ধ করে দিলে সে মারা যায়। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠে শিশুর স্বজনরা। পরিস্থিতি বেসামাল দেখে নার্স জ্যোৎস্না হাসপাতালের একটি কক্ষে লুকিয়ে আত্মরক্ষা করেন। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিক জ্যোৎস্নাকে সাময়িক বরখাস্ত করে। পরে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষসহ স্থানীয় লোকজন বিষয়টি সমঝোতার জন্য বৈঠকে বসেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ