গণমাধ্যম সরকারের গলা টিপে ধরে: তথ্যমন্ত্রী

hasanul haque inu হাসানুল হক ইনুসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ গণমাধ্যমের কাজ হচ্ছে সমাজের সত্যিকারের চিত্র তুলে ধরা। কিন্তু আমাদের দেশের গণমাধ্যম সঠিক কাজটি না করে সরকারের গলা টিপে ধরছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বোরবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত ‘নারীর প্রতি সমতা: সমৃদ্ধি জাতির নিশ্চয়তা সাংবাদিক সম্মাননা-২০১৪’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

হাসানুল হক ইনু বলেন, নারী ও কন্যা শিশু নির্যাতন, সহিংসতা, বাল্য বিবাহ প্রভৃতি বিষয়ে সক্রিয় থাকা উচিৎ। আমাদের গণমাধ্যম এখনও এ বিষয়ে যথেষ্ট সচেতন নয়।

তিনি বলেন, বর্তমানে দেশে খোঁড়া গণতন্ত্র বিদ্যমান। নারী ও কন্যা শিশুদের নির্যাতন, যৌন হয়রানি বন্ধ করলে দেশে নারী ও শিশু নীতি বাস্তবায়ন করলে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি মানুষ খুশি হবে। আর এ নীতি বাস্তবায়ন না হলে দেশে  খোঁড়া গণতন্ত্রই থেকে যাবে।

তথ্যমন্ত্রী বলেন, একটি রাষ্ট্রে দলবাদী, ক্ষমতাবাদী, দুর্নীতি থাকলে সে দেশের গণতন্ত্র হুমকির মুখে পড়ে। জঙ্গিবাদ থাকলে গণতন্ত্র দুর্বল হয়ে পড়ে।

তিনি বলেন, জাতিসংঘে, আমাদের সংবিধানে, আইনে, শিশু সনদে কী কী নারী ও শিশু অধিকার আছে- এ বিষয়গুলো গণমাধ্যমে ধারাবাহিকভাবে উঠে আসতে হবে। কোন ক্ষেত্রে নারী ও শিশুরা নির্যাতিত হচ্ছে সেসব ক্ষেত্র চিহ্নিত করতে হবে। কন্যা শিশুদের নির্যাতনের খবর প্রকাশ করা হলে সরকার তাদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা নিতে পারবে।

এ সময় কন্যা শিশু ও নারীদের নিয়ে সংবেদনশীল প্রতিবেদন প্রচার করার জন্য তিনজন সাংবাদিককে পুরস্কার দেয়া হয়।পুরস্কারপ্রাপ্তরা হলেন- দ্য ডেইলি স্টারের আবুল কালাম আজাদ, এটিএন বাংলার শিশু সাংবাদিক মামুন বকাওয়াল, এবিসি রেডিও’র শাহনাজ শারমীন।

অপরাজেয় বাংলাদেশের নির্বাহী পরিচালক ওয়াহিদা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ছিলেন- প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র পরিচালক মিস সিনাইট গেব্রাইজাবাহার, গার্লস পাওয়ার প্রজেক্ট’র ম্যানেজার মোহাম্মদ মাসুদ, অপরাজেয়ে বাংলাদেশের সদস্য কাজী এনায়েত হোসেন প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ