ভোটের নামে তামাশা হয়েছে: ব্যারিস্টার খোকন
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ উপজেলা নির্বাচনে ভোটের নামে ‘তামাশা’ হয়েছে বলে মন্তব্য করেছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকন।
রোববার বেলা একটা ৩০ মিনিটে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যানারে সমিতির দক্ষিণ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘শনিবার দেশের ৮১টি উপজেলার নির্বাচনে ব্যাপক সহিংসতা ও অনিয়মের মাধ্যমে ভোটারদের কুপিয়ে হত্যা, ভোটকেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাইয়ের মাধ্যমে প্রকাশ্য তাণ্ডবলীলা চালানো হয়েছে।’
এ ঘটনার জন্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে প্রতিবাদ জানান তিনি।
মাহবুব উদ্দিন অভিযোগ করেন, নির্বাচনে কর্তব্যরত আইন প্রয়োগকারী সংস্থার নীরব ভূমিকা, অনেক উপজেলায় ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তাদের অবৈধ কর্মকাণ্ড ও সরাসরি সহায়তা, নির্বাচন কমিশনের নীরবতা ও ব্যর্থতা সমগ্র জাতিকে হতাশ করেছে।
তিন দফা নির্বাচনে বিভন্ন উপজেলায় ভোট ডাকাতি ও তাণ্ডবলীলা হয়েছে অভিযোগ করে ওইসব এলাকার নির্বাচন বাতিল ও দায়ি কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
এই বিষয়ে নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে ব্যর্থ হলে কমিশনকে অবিলম্বে পদত্যাগ করতে দাবি জানান মাহবুব উদ্দিন খোকন।