পেরুতে ৬.৩ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ পেরুতে ৬.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। উত্তর পেরুর সেকুরা শহর থেকে চার মাইল দূরে শনিবার ভূমিকম্পটির সূত্রপাত বলে জানিয়েছে মার্কিন জিওলজিক্যাল সার্ভে।
ভূগর্ভের ৬ মাইল নিচে সৃষ্ট ভূকম্পনটিতে কোন ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এমন একটি স্থানে ভূকম্পনের ঘটনা ঘটেছে যেখানে দুটি টেকটোনিক প্লেটের সীমানা অবস্থিত।
জায়গাটিতে দক্ষিণ আমেরিকা প্লেটের নিচ দিয়ে নাজকা প্লেট চলে গেছে। এ ধরনের জায়গাগুলোতে সাধারণত ভূমিকম্প ও আগ্নেয়গিরি বেশি হয়ে থাকে।