গণভোট চলছে ক্রিমিয়ায়

Crimiaআন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ কার সঙ্গে থাকবে ইউক্রেনের স্বায়ত্বশাসিত ক্রিমিয়া অঞ্চল। তা ঠিক করতে ভোট দিচ্ছে রুশ অধ্যুষিত অঞ্চলটির অধিবাসীরা।

ইউক্রেন না রাশিয়া।  ক্রিমিয়া উপদ্বীপ থাকবে কার দখলে। তা ঠিক করতেই আজ ক্রিমিয়ায় গণভোট। ভোটারের সংখ্যা পনেরো লাখ। যদিও, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বেশিরভাগ দেশই এই গণভোটের বিরুদ্ধে। ক্রিমিয়ার গণভোটকে অনৈতিক আখ্যা দিয়ে শনিবার জাতিসংঘে এক প্রস্তাব আনা হয়েছিল।

কিন্তু, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া ভেটো দেওয়ায় সেই প্রস্তাব পাশ করানো যায়নি।  ইউক্রেনের অভিযোগ, সেনা মোতায়েন করে ইতিমধ্যেই ক্রিমিয়া দখল করে নিয়েছে রাশিয়া।

কৃষ্ণসাগরের তীরবর্তী উপদ্বীপে সামরিক সক্রিয়তাও দেখা গেছে। যদিও, রাশিয়া সেই অভিযোগ অস্বীকার করেছে। ক্রিমিয়াকে কেন্দ্র করে আন্তর্জাতিক মঞ্চে যথেষ্টই কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া।

তবে নিজেদের স্বার্থে পশ্চিমাদের অনুকূলে ক্রেমলিন কোন ছাড় দেবে বলে মনে হচ্ছে না।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ