বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

hasina হাসিনাসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকীতে টুঙ্গীপাড়ায় তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রথমে রাষ্ট্রপতি আবদুল হামিদ এডভোকেট এবং পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে তারা এ শ্রদ্ধা জানান।

এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকষ দল গার্ড অব অনার দেয়। বিউগলে বেজে উঠে করুণ সুর। পরে দোয়া ও ফাতেহা পাঠ করা হয়। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি পরিদর্শন বইয়ে সই করেন।

এ সময় ছিলেন- ডেপুটি স্পিকার ফজলে রাবিব্ব মিয়া, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, নৌমন্ত্রী শাজাহান খান, নারী ও শিশু প্রমিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, মন্ত্রী পরিষদ সচিব মোশাররফ হেগাসেন ভুঁইয়া।

এছাড়াও তিন বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ নেতাদের মধ্যে ছিলেন শেখ ফজলুল করিম সেলিম, জাহাঙ্গীর কবির নানক, আসম বাহাউদ্দিন নসিম, ফারুক খান, শেখ হেলাল ইদ্দন, তপস এবং এফবিসিসিআই এর সভাপতি কাজী আকরামুদ্দিন আহমদ।

প্রধানমন্ত্রী হিসাবে শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী পরিষদ সদস্য এবং দলীয় নেতাদের নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দেন শেখ হাসিনা।

এদিকে বঙ্গবন্ধুর ৯৪তম জন্ম বর্ষিকী এবং জাতীয় শিশু দিবস ২০১৪ উপলক্ষে সমাধি সৌধ কমপ্লেক্সে শিশু সমাবেশ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ