ফের জরিমানার কবলে সাকিব

sakib al hasan সাকিব আল হাসানস্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সাকিবের স্পিন বিষেই নীল হয়েছে আফগানিস্তান। বিশ্ব টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচের নায়ক তিনিই। তারপরও উপলক্ষটা পুরোপুরি উপভোগ্য হল না সাকিবের। মাঠে খারাপ আচরণের জন্য যে কেটে নেওয়া হয়েছে ম্যাচ ফি’র অর্ধেকটা!

এই কিছুদিন আগে এশিয়া কাপেও কিন্তু খারাপ আচরণের জন্য তিন ম্যাচ নিষিদ্ধ ছিলেন সাকিব।

৯ম ওভারে বাংলাদেশের ব্যাটিংয়ের সময় সাকিব আল হাসানকে লক্ষ্য করে গালি দেন দওলত জার্দান। সাকিবও একি প্রতিক্রিয়া দেখান। দু’জন জড়িয়ে পড়েন কথা কাটাকাটিতে। এমনকি শরীর লাগিয়ে ধাক্কাও দেন একে অন্যকে। এটা আইসিসির কোড অব কন্ডাক্ট ফর পেস্নয়ার অ্যান্ড প্লেয়ার সাপোর্ট পার্সোনেল আর্টিকেল ২.২.৪ এর ধারা ভঙ্গ করার অপরাধ। এজন্যই দুই খেলোয়াড়কেই ম্যাচ ফি’র অর্ধেক জরিমানা গুণতে হবে।

আইসিসির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করা হয়। দুই ক্রিকেটারের  আইনভঙ্গের এ বিষয়টি নিশ্চিত করেছেন ম্যাচ রেফারি রঞ্জন মধুগলে। সে জন্য এর পূর্ণাঙ্গ শুনানির প্রয়োজন হয়নি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ