চাকরি পেতে রেজাল্ট নয়, শরীরের ক্ষতই যথেষ্ট : ঢাবি শিক্ষক

DU dhaka University ঢাকা বিশ্ববিদ্যালয়সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ চাকরি পেতে ছাত্রলীগের নেতাকর্মীদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট নয়, বরং তাদের শরীরের ক্ষতই যথেষ্ট। আওয়ামী লীগ সরকারের এ আমলে ছাত্রলীগের সব নেতাকর্মীকে চাকরি দেয়ার দাবি জানানো হয়েছে।

সোমবার বঙ্গবন্ধুর ৯৫তম জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের বঙ্গবন্ধু হল শাখার আয়োজিত সভায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপির কাছে এ দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের আহ্বায়ক ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুল আজিজ।

অধ্যাপক আজিজ বলেন, ছাত্রলীগের নেতাদের রেজাল্টের প্রয়োজন নেই। তাদের গায়ে থাকা ক্ষতচিহ্নই তাদের বড় যোগ্যতা। তাদের আর কোনো যোগ্যতার প্রয়োজন নেই।

তাই বর্তমান সরকারের আমলে কেবল ছাত্রলীগকেই চাকরি দেয়ার দাবি জানান তিনি।

ড. আজিজ বলেন, বিভিন্ন কর্মসূচিতে ছাত্রলীগের নেতাকর্মীরা আমন্ত্রিত অতিথির কাছে বিভিন্ন দাবির ফিরিস্তি তুলে ধরেন। আজ তারা কোনো দাবি জানাননি। তাদের পক্ষ থেকে আমিই দাবি জানাচ্ছি যে, ছাত্রলীগের সব নেতাকর্মীকে চাকরি দিতে হবে।

তিনি আরো বলেন, চাকরির জন্য ছাত্রলীগের এক নেতাকে নিয়ে এক মন্ত্রীর কাছে গিয়েছিলাম। কিন্তু ওই ছাত্রলীগ নেতার সব কয়টিতে ‘থার্ড ক্লাস’থাকায় মন্ত্রী চাকরি দিতে অস্বীকৃতি জানান। তখন আমি ওই ছাত্রলীগ নেতার জামা খুলে তার গায়ে থাকা ক্ষতচিহ্ন দেখাতে বলি।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর তার দাবির সঙ্গে দ্বিমত পোষণ করে বলেন, ছাত্রলীগের প্রত্যেকে অবশ্যই চাকরি পাবেন। তবে সেটা তার মেধা, প্রতিভা ও শিক্ষাগত যোগ্যতার জোরে পাবেন। কারো অনুকম্পা বা করুণায় নয়। কারণ, ছাত্রলীগ কারো করুণা বা অনুকম্পার পাত্র নয়।

সভায় আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. বায়তুল্লাহ কাদেরী, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক ওমর শরীফসহ ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ