ফটিকছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জনের মৃত্যু, দগ্ধ ৭
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, চট্টগ্রামঃ চট্টগ্রামের ফটিকছড়িতে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন মারা গেছেন। এসময় আরও সাতজন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। সোমবার দুপুরে উপজেলার ভুজপুর এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বিদেশ ফেরত শফি’র মা বুলবুলি বেগম (৬০), শ্বাশুড়ি হালিমা খাতুন (৬০), ভাবি পারভিন আক্তার (৩১), কিশোর সায়মন (১৪)।
বিদেশ থেকে ফেরা এক সদস্যকে নিয়ে পরিবারটি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে ফটিকছড়ির বাড়িতে যাচ্ছিল। দগ্ধ সাতজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফটিকছড়ির বাসিন্দা মোহাম্মদ শফি সোমবার সকালে বিদেশ থেকে আসেন। চট্টগ্রাম বিমানবন্দর থেকে মাইক্রোবাসে করে হারুয়ালছড়ি এলাকায় নিজের বাড়িতে ফেরার পথে মাইক্রোবাসটির গ্যাস সিলিন্ডারে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়।
এতে মাইক্রোবাসের ভেতরেই আগুনে পুড়ে কয়লা হয়ে যায় ৪ জন।
ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় সহকারী কমিশনার জসিম উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফটিকছড়ি স্টেশনের একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নিয়েছে।